Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

সাগরপথে অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গা আটক

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের একাংশ। ছবি : সকাল সন্ধ্যা
অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের একাংশ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সাগরপথে ট্রলার যোগে মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফে নারী ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তবে আটক রোগিঙ্গাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুর সংখ্যা কত তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলার যোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে।

“উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগরপথে অনুপ্রবেশ করেছে।”

ওসি জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত