Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট চলছে

দেশের ৮৭ উপজেলায় ভোট হচ্ছে বুধবার। বগুড়া শাজাহানপুর বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যা
দেশের ৮৭ উপজেলায় ভোট হচ্ছে বুধবার। বগুড়া শাজাহানপুর বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার দেশের ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে।

এদিন সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে গত দুই দিনে ২২টি উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এগুলো হলো- বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা; রাঙামাটির বাঘাইছড়ি; চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ; নেত্রকোনার খালিয়াজুরী।

এছাড়া আইনি জটিলতায় যশোর সদর উপজেলায় ভোট স্থগিত করা হয়েছিল আগেই। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় নরসিংদীর রায়পুরা উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচন হওয়ায় ভোটের প্রয়োজন হচ্ছে না পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়।

এই নির্বাচন ঘিরে ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি ও পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনার জন্য মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণ বিধি প্রতিপালনে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত বিভিন্ন টিমের বিষয়ে নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, ভিজিল্যান্স টিম ও অবজারভেশন টিম, মনিটরিং টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এবং উক্ত টিমসমূহের কার্যক্রম নির্ধারিত তিন দিন পর পর বা ক্ষেত্রমতো তাৎক্ষণিক নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা টিমসমূহ কর্তৃক নির্বাচন কমিশন সচিবালয়কে অবগত করানোর জন্য নির্দেশনা দেবেন।

এছাড়া উপজেলা নির্বাচনের সামগ্রিক কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে, আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে পরামর্শক্রমে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোট হচ্ছে না সেন্টমার্টিনে

কক্সবাজার থেকে সকাল সন্ধ্যার আঞ্চলিক প্রতিনিধি জানিয়েছেন, বৈরী আবহাওয়ায় ভোটের সরঞ্জাম পাঠাতে না পারায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন পাটওয়ারী মঙ্গলবার রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।

এতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে নির্বাচনী সরঞ্জাম পাঠানো যায়নি, ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারাও যেতে পারেননি। এ কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের একটিমাত্র কেন্দ্রে ভোট স্থগিত থাকায় বুধবার টেকনাফ উপজেলার বাকি ৫৯টি কেন্দ্রে ভোট হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত