Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যায় ৪ আসামির দোষ স্বীকার

ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ১০ অক্টোবর নিহত হন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম।
ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ১০ অক্টোবর নিহত হন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম।
[publishpress_authors_box]

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় ৪ আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম আজম এই মামলার ৬ আসামিকে আদালতে হাজির করেন।

তাদের মধ্যে মো. কুরবান আলী, মাহিন, বাঁধন ও মো. রাসেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড এবং অপর দুই আসামি আব্দুল লতিফ ও মোজাম্মেল হক কবিরকে কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই ৪ জনের জবানবন্দি রেকর্ড করে। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি আব্দুল লতিফ ও মোজাম্মেল হক কবিরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে আসামিদের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় তিন মালিকের জমি নিয়ে একটি ভবন নির্মাণ করে প্লেজেন্ট প্রোপার্টিস লিমিটেড নামের একটি রিয়েল এস্টেট কোম্পানি। ৯ তলাবিশিষ্ট ভবনটিতে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা থাকলেও জমির মালিক দীপ্ত টিভির কর্মকর্তা নিহত তানজিল জাহান তামিমের (৩৪) বাবা সুলতান আহমেদকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়।

বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করা হয়। গত ১০ অক্টোবর অবশিষ্ট দুই ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০/২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়।

সেসময় তানজিল জাহান নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় তানজিল জাহানের বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১/১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে আসামিদের মধ্যে ওই ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত