শুরু হতে যাচ্ছে নির্মাণ প্রযুক্তি ও সরঞ্জাম কেন্দ্রিক বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৯তম বিল্ড বাংলাদেশ ২০২৪’। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস-সেমস-গ্লোবাল ইউএসএ এই প্রদর্শনীর আয়োজন করছে।
একই সময়ে অনুষ্ঠিত হবে ‘২৩তম রিয়েল এস্টেট এক্সপো-২০২৪’। এছাড়া ওয়াটার প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয়ে অনুষ্ঠিত হবে ‘ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৪’। পাশাপাশি চলবে ‘২৬তম পাওয়ার অ্যান্ড সোলার এক্সপো ২০২৪’।
ঢাকার কুড়িল ৩০০ ফিট সড়ক সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এই চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রবিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রদর্শনী আয়োজনের দিনক্ষণ ঘোষণা করেন সেমস গ্রুপের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম।
তিনি জানান, তিন দিনব্যাপী এই প্রদর্শনীগুলোতে প্রায় ৫০০টির মতো বুথ থাকবে। চীন, ভারত, তুরষ্ক, জার্মানি, কোরিয়া, শ্রীলংকাসহ মোট ২০টি দেশের ১৯৫টি প্রতিষ্ঠান এসব প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেহরুন এন ইসলাম বলেন, “আমরা এমন একটি সময় পার করছি যখন এখানে থাকা বিদেশি এক্সিবিটররা এবং যারা এদেশে বিনিয়োগ করতে চান, তাদের মধ্যে একটি দ্বিধা চলে এসেছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি বিদেশি প্রদর্শকদের বোঝাতে যে, প্রতিটি দেশেই রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আসে। আমরা যারা বেসরকারি খাতের উদ্যোক্তা আছি, তাদের কাজ অর্থনীতিতে অবদান রাখতে সহযোগিতা করা।”
এই প্রদর্শনীগুলো মূলত ব্যবসায়ীদের লক্ষ্য করে আয়োজন করা হয় জানিয়ে তিনি বলেন, “বিটুবি (বিজনেস টু বিজনেস) অডিয়েন্সকে লক্ষ্য করে এসব প্রদর্শনী হবে। আর আবাসন খাতের প্রদর্শনীটি হবে বিটুসি অর্থাৎ ব্যক্তিগ্রাহককে লক্ষ্য করে।”
সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিজিএম মাহমুদ রীয়াদ হাসান, সেমস-বাংলাদেশের ডিজিএম আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।