Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

আপিল বিভাগের নতুন ৪ বিচারকের শপথ

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার আপিল বিভাগের নতুন চার বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার আপিল বিভাগের নতুন চার বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান।
Picture of মুনিরুল ইসলাম

মুনিরুল ইসলাম

রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে পাঁচ বিচারকের পদত্যাগের পর আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন চার বিচারক শপথ নিয়েছেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চার বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া চার বিচারক হলেন- বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি জনাব সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারকরাসহ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি উপস্থিত ছিলেন।

এই চারজন শপথ নেওয়ায় আপিল বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়াল ছয়জনে। পুরনোদের মধ্যে রয়েছেন কেবল বিচারপতি আশফাকুল ইসলাম।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের পাঁচ বিচারক।

এরপর নজিরবিহীন পদোন্নতি পেয়ে হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি প্রধান বিচারপনি নিযুক্ত হন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর হাইকোর্ট বিভাগ থেকে চার বিচারপতিকে আপিল বিভাগে নেওয়া হয়, যারা মঙ্গলবার শপথ নিলেন।

সরকার পতনের পর নতুন অ্যাটর্নি জেনারেলও এসেছেন।

মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে তিনজনকে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন- আব্দুল জব্বার ভূইয়া, এরশাদুর রউফ ও অনীক আর হক।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত