Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

শরীয়তপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

শরীয়তপুরে জাজিরা উপজেলায় পদ্মাসেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এ ঘটনা ঘটে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব ও পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজীর কান্দি এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কাউকে বাঁচানো যায়নি। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত