চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে দুজন পেয়েছে সর্বোচ্চ সাফল্য, জিপিএ-৫।
ফেল থেকে জিপিএ-৫ পাওয়া এই দুই শিক্ষার্থীসহ নতুন করে ১৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ফল পুনঃনিরীক্ষণে।
দিনাজপুর শিক্ষা বোর্ড মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও দেখা যায়, বিভিন্ন বিষয়ে নিম্নতর গ্রেড পাওয়া ৬২১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণে ওই বিষয়গুলোতে এ প্লাস পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ফল পরিবর্তন হয়েছে ৯১৭ জনের। তাদের নতুল ফল তালিকা আকারে বোর্ডের সাইটে পিডিএফ ফরমেটে দেওয়া হয়েছে।
এর আগে ১২ মে এ বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল কারও প্রত্যাশামাফিক না হলে সেক্ষেত্রে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ রাখে শিক্ষা বোর্ডগুলো। গত ১৩ মে থেকে এ কার্যক্রম চলে ১৯ মে পর্যন্ত। দিনাজপুর বোর্ডে মোট আবেদন জমা হয় ৫৬ হাজার।
রংপুর বিভাগের আটটি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ড। গত ১২ মে প্রকাশিত ফলে এই শিক্ষা বোর্ডে এসএসসিসে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১০৫ জন শিক্ষার্থী।
দিনাজপুর বোর্ডের অধীনে এ বছর ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৯৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে এক লাখ ৫৫ হাজার ৪৩৫ জন পাস করে। এই বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭৭টি।
পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের মাধ্যমে পাওয়া নতুন ফল কিছুটা পরিবর্তন আনল ২০২৪ সালের এসএসসি পরীক্ষার এই পরিসংখ্যানে।