Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

রংপুরে পানিতে ডুবে একদিনে ৫ শিশুর মৃত্যু

drowned
[publishpress_authors_box]

রংপুরে একদিনে পানিতে ডুবে চাচাত ভাইবোনসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মিঠাপুকুর উপজেলায় পুকুর ও নদীতে ডুবে দুইজন এবং রংপুর নগরীতে নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়।

মিঠাপুকুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বড়বালা এলাকার এরশাদুল হকের মেয়ে মিফতাহুল জান্নাত মাইশা (১) বুধবার সকালে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।

একইদিন দুপুরে মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকোটা গ্রামে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আইশা খাতুন (৯) ও আয়াত খাতুন (৮) নামে দুই শিশু। পরে ডুবুরির সাহায্যে তাদের লাশ উদ্ধার করা হয়। আইশা ওই গ্রামের ইসমাইলের মেয়ে এবং আয়াত একই গ্রামের দুলালের মেয়ে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরাঘাট এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে দুই চাচাত ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো– ঘাঘটপাড়া এলাকার আনিসুলের মোরসালিন আহমেদ জিম (১০) ও রতন মিয়ার মেয়ে আরশি বেগম (১২)। দুইজনেই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আরশি ষষ্ঠ ও জিম পঞ্চম শ্রেণিতে পড়ত।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত