মন্ত্রিসভার ৪৪ জন সদস্যের ৪০ জনই দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে অন্তত এক প্রতিমন্ত্রী ও চার মন্ত্রীর আয়ের হিসাবে গরমিল পাওয়া গেছে। নির্বাচন কমিশনে তাদের জমা দেওয়া হলফনামা ও আয়কর নথি পর্যালোচনা করে এই গরমিল শনাক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০ জন মন্ত্রীর আয়ের হিসাবে গরমিল দেখা যায়নি। ১৪ জন মন্ত্রীর পূর্ণাঙ্গ আয়কর নথি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি। একজন মন্ত্রীর আয়কর নথি এমনভাবে পাওয়া গেছে যাতে আয়ের তথ্য পাঠযোগ্য নয়।
পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর হলফনামা ও আয়কর নথির আয়ের তথ্য বিশ্লেষণ করেছে সকাল সন্ধ্যা। নিচে প্রতিটি খাতের শেষে আইকনে ক্লিক করে গরমিলের তথ্য দেখুন।