Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার

আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার সকালে আদালতে হাজির করে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তারা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

বুধবার সকালে তাদের আদালতে হাজির করে ঢাকার মিরপুর, খিলগাঁও, লালবাগ ও উত্তরা পূর্ব থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার সকালে আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পাঁচ আসামির মধ্যে আনিসুল হককে মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মিরপুর থানার একই মামলায় সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদারকেও গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বুধবার সকালে হাজির করা হয় আদালতে। ছবি : সকাল সন্ধ্যা

ব্যারিস্টার সুমনকে রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় এবং লালবাগ থানার একটি হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত