Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বৌভাতে যাওয়ার পথে প্রাণ গেল ৫ জনের

লাশ
বৌভাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

সিলেটের জৈন্তাপুরে মেয়ের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাসহ পাঁচ স্বজন। নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে।

সোমবার দুপুরে জৈন্তাপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে সিলেট-তামাবিল সড়কে পিকাপ ও লেগুনা হিসেবে পরিচিত বাহনের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার যাত্রগোল (ঠাকুরের মাটি) গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলি পাত্র (৫৫), একই গ্রামের নন্ত পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫), কুষ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫), সুভেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও সুচিতা পাত্রের ছয় মাসের শিশু সন্তান বিজলী। 

এসময় শ্যামলা পাত্র (৫৫), প্রণতি পাত্র (৩৫) কুষ পাত্র (৪০), তার দুই ছেলে ও লেগুনার চালক আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, মঙ্গলী পাত্রের মেয়ের বৌভাত অনুষ্ঠান ছিল আজ। সেজন্য পাঁচটি লেগুনা ভাড়া করে চিকনাগুল থেকে মোকামপুঞ্জিতে যাচ্ছিলেন তিনিসহ আত্মীয়স্বজনরা।

দুপুর ১২টার দিকে তামাবিল সড়কে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে সিলেটগামী গরুবোঝাই একটি পিকআপের উল্টো দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মঙ্গলি পাত্র, সুচিতা পাত্র, শিশু ঋতু পাত্র ও বিজলী মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর সাবিত্রি পাত্র মারা যান।

ওসি জানান, দুর্ঘটনার পর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এসময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত