এক ম্যাচ। এক গোল। এক শিরোপা। রিয়াল মাদ্রিদে স্বপ্নের অভিষেকই হলো কিলিয়ান এমবাপ্পের। তার আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদো ঐতিহ্যবাহি ক্লাবটির হয়ে প্রথম ম্যাচেই করেছিলেন গোল। এমবাপ্পেও শুরু করলেন উয়েফা সুপার কাপে গোল করে। রিয়ালকে জেতালেন এই টুর্নামেন্টের রেকর্ড ষষ্ঠ শিরোপাও।
রিয়ালে এমন অভিষেকের পর ‘মুভিস্টারে’ এমবাপ্পে নিজের লক্ষ্য নিয়ে জানালেন, ‘‘আমরা রিয়ালে আছি, এখানে কোনো সীমা নেই। যদি আমি ৫০ গোল করতে পারি (মৌসুমে) তাহলে ৫০টাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জয় পাওয়া আর দল হিসেবে উন্নতি করা। কারণ আমরা দল হিসেবেই জিতব।’’
রিয়ালের হয়ে খেলার স্বপ্নটা তার শৈশব থেকে। খুব কাছে গিয়েও এর আগে আসা হয়নি প্রিয় ক্লাবে। অবশেষে রিয়ালের জার্সিতে অভিষেক আর গোলে ভীষণ খুশি এমবাপ্পে, ‘‘অসাধারণ রাত ছিল। এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি দীর্ঘদিন। এই জার্সি, ব্যাজ আর সমর্থকদের জন্য খেলাটা আমার জন্য উপহার। আমরা শিরোপাও জিতেছি, খুবই গুরুত্বপূর্ণ এটা।’’
এমবাপ্পের পারফর্ম্যান্সে খুশি কোচ কার্লো আনচেলোত্তিও, ‘‘খুবই ভালো করেছে এমবাপ্পে, দলে মানিয়ে নিয়েছে দারুণভাবে। ভিনিসিয়ুস আর বেলিংহামের সঙ্গে দূর্দান্ত খেলেছে এমবাপ্পে। দলটা অসাধারণ তবে আমাদের একত্রে একটা দল হয়ে খেলতে হবে, সেটাই আজ খেলেছে ওরা।’’
বেলিংহাম–এমবাপ্পে–ভিনিসিয়ুসকে বলা হচ্ছে ‘বিএমভি’ ত্রয়ী। তবে ‘বিএমভি’কে বেল-বেনজেমা-রোনালদোদের ‘বিবিসি’র সঙ্গে তুলনা করতে চান না আনচেলত্তি, ‘‘এই ত্রয়ীকে ২০১৪ সালের তিন জনের সঙ্গে তুলনা করা খুব কঠিন। বেল, বেনজেমা ও রোনালদোদের দলটা চমৎকার ছিল। ওরা অন্য দলগুলোর চেয়ে আলাদা, আমার দৃষ্টিতে একবারে ব্যতিক্রমী।’’
এদিকে এমবাপ্পের প্রথম শিরোপার দিনে রিয়ালের হয়ে রেকর্ড ২৭টি ট্রফি জয়ের কীর্তি করেছেন লুকা মদ্রিচ। ২৬টি শিরোপা জিতেছেন নাচো ও দানি কারভাহাল। রিয়ালের হয়ে করিম বেনজেমা ও মার্সেলোর শিরোপা ২৫টি।