ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ১৩ দিনে ৫১ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৫৩২ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিন সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬০ জন এবং মৃত্যু হয়েছে আরও চারজনের। তাদের নিয়ে চলতি মাসের প্রথম ১৩ দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩২ জন এবং মৃত্যু হয়েছে ৫১ জনের।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪২ হাজার ৪৭০ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দুইজন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে একজন করে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৬৬০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২০৭ জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১২১ জন, ঢাকা বিভাগে ১১১ জন, খুলনা বিভাগে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে রয়েছেন একজন।
এই বছর মোট রোগী ও মোট মৃত্যু- দুটোই সর্বাধিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। মোট রোগীর ৪২ হাজার ৪৭০ জনের মধ্যে ৯ হাজার ১৫৪ জন এবং মারা যাওয়া মোট ২১৪ জনের মধ্যে ১১৪ জনই এই এলাকার। ডেঙ্গুতে মৃত্যু হওয়াদের মধ্যে ৫০ দশমিক পাঁচ শতাংশ নারী এবং ৪৯ দশমিক পাঁচ শতাংশ পুরুষ।
২০০০ সাল থেকে সরকার ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখা শুরু করে। এর মধ্যে গত বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ রোগী ও মৃত্যু দেখে বাংলাদেশ। গত বছর সরকারি হিসাবেই তিন লাখ ১৭৯ জন রোগীর কথা বলা হয়। আর মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।