Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পুলিশে বড় রদবদল

কোটা সংস্কারের দাবিতে সহিংস আন্দোলনের মধ্যে পুলিশের তৎপরতা। ফাইল ছবি
কোটা সংস্কারের দাবিতে সহিংস আন্দোলনের মধ্যে পুলিশের তৎপরতা। ফাইল ছবি
[publishpress_authors_box]

কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘাত-সহিংসতার পর পুলিশে উচ্চ পর্যায়ে বড় রদবদল করা হয়েছে।

ঢাকার আটটি থানার ওসিকে বদলির পর রবিবার দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং ৪৮ এসপির কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে চারটি প্রজ্ঞাপনে এই ৫৫ কর্মকর্তার বদলির আদেশ হয়।

একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে। 

এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

এরমধ্যে পুলিশ টেলিকম, রাজারবাগে কর্মরত অতিরিক্ত আইজি এ কে এম শহিদুর রহমানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। আরেক অতিরিক্ত আইজি কৃষ্ণপদ রায় পুলিশ সদর দপ্তরেই থাকছেন। আগে তিনি সংখ্যাতিরিক্ত পদে ছিলেন, এখন স্থায়ী হলেন।

অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেনকে পুলিশ সদর দপ্তর থেকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

সারদার পুলিশ একাডেমিতে থাকা অতিরিক্ত ডিআইজি মো. আক্কাস উদ্দিন ভূঁঞাকে বদলি করা হয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটে।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. আসাদ উল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ-পুলিশে।

সিলেট রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।

খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ট্রেনিং সেন্টারে থাকা অতিরিক্ত ডিআইজি মীর মোদাসসার হোসেনকে হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশ, এসবি, সিআইডি, অ্যান্টি টেররিজম ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাবে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে।

কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতার পর সোমবার ঢাকার আটটি থানার ওসিকে বদলি করা হয়েছিল।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর কারফিউ জারি করে সেনা মোতায়েনের পর ওই পদক্ষেপ নেওয়া হলেও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছিলেন, এটা নিয়মিত বদলির অংশ।

এবার উচ্চ পর্যায়ে বদলি নিয়ে কোনও ভাষ্য পাওয়া যায়নি।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত