Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট উদ্ধার

bullet
[publishpress_authors_box]

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রোষের মুখে পড়ে দেশের থানাগুলো। হামলা চালানো হয় পুলিশ বাহিনীর সদস্যদের ওপর। ভাঙচুর চালানো হয় থানাভবনে, লুটপাট করা হয় অনেক অস্ত্র ও গুলি।

ওই সময়ে নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২টি বুলেট উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকাল ৪টার দিকে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশনী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে দশনী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রণখোলা ব্রিজের নিচে খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট, ১টি ম্যাগাজিন ও ১টি ওয়্যারলেস ব্যাটারি উদ্ধার করে।

পরে ওই এলাকা থেকে আরও ৪৬টি চায়না রাইফেলের বুলেট উদ্ধার করা হয়। বিছিন্নভাবে বেশ কিছু বুলেট উদ্ধার করায় আশেপাশের এলাকায় এখনও অভিযান চলছে বলে জানান ওসি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত