Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সাদিক এগ্রোর মোহাম্মদপুর খামার থেকে ৬টি ব্রাহমা গরু জব্দ

ব্রাহমা জাতের গরু আমদানিই নিষিদ্ধ করে রেখেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
ব্রাহমা জাতের গরু আমদানিই নিষিদ্ধ করে রেখেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
[publishpress_authors_box]

মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবারের অভিযানে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের ছয়টি গরু জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর থানার নবীনগর এলাকার ১৫ নম্বর রোডের খামারে এই অভিযান চালায়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সকাল সন্ধ্যাকে জানান, আগের অভিযানের ধারাবাহিকতায় আজ আবারও অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে হলে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

তিনি আরও জানান, মঙ্গলবার আমদানি নিষিদ্ধ গরুর তালিকাসহ সংশ্লিষ্ট নথিপত্র জব্দে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজে গিয়েছিল দুদকের দল। সেখান থেকে বেশকিছু নতুন তথ্য পাওয়া যায়। তার সূত্র ধরেই মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে আবার অভিযান চালানো হয়।

এর আগে মোহাম্মদপুরে খালের জায়গা দখল করে বানানো সাদিক এগ্রোর বেশি কিছু স্থাপনা ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। তবে সেগুলো ছাড়াও মোহাম্মদপুরে আরও তিনটি প্রাণি রাখার শেড রয়েছে সাদিক এগ্রোর। এর মধ্যে দুটির অবস্থান ভেঙে দেওয়া সাদিক এগ্রোর অফিসের উল্টোদিকে। অন্যটি সাদিক এগ্রোর রাস্তা ধরে এগিয়ে যাওয়া গলির ভেতর।

সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সোমবার সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক। একই সঙ্গে অভিযান চালানো হয় সাদিক এগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদীর ফার্মে।

এসময় খামারের দ্বায়িত্বরত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়। অভিযানে ৪৮৮টি গরু জবাই, মাংস বিতরণ ও ৬০০ টাকা কেজি হিসাবে আদায় করা টাকা সরকারি তহবিলে জমা সংক্রান্ত বেশকিছু অসঙ্গতি বা অনিয়ম খুঁজে পায় দুদক টিম।

ওই অভিযানে সাদিক এগ্রোর সাভারের ফার্মে দুই শতাধিক বিদেশি গরুর সন্ধান পাওয়া যায়। এর মধ্যে নিষিদ্ধ ব্রাহমা জাতের গরুর ৭টি বাছুরও ছিল।

একই দিন গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি টিম সাদিক এগ্রোর নরসিংদীর ফার্মে অভিযান চালায়। তবে সেখান থেকে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।

সেদিস দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেছিলেন, সাদিক এগ্রোর সাভার ফার্মের একটি শেডে পাঁচটি ব্রাহমা জাতের গরু ও সাতটি বাছুরের সন্ধান মিলেছে। সেখানেই একটি ঘরে পাওয়া গেছে ১৫ লাখ দাম হাঁকা আলোচিত ছাগলটি। অভিযানে বেশকিছু তথ্য ও নথিপত্রও সংগ্রহ করা হয়। যার বিস্তারিত তথ্য শিগগিরই প্রতিবেদন আকারে কমিশনে দাখিল করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত