সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে এক পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের সীমের খাল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।
আগুনে পুড়ে মৃত ব্যক্তিরা হলেন এমারুল মিয়া (৪৫), তার স্ত্রী পলি আক্তার (৩৫), তাদের ছেলে পলাশ মিয়া (১০), ফরহাদ মিয়া (৮), ওমর ফারুক (৩) এবং মেয়ে ফাতেমা আক্তার (৫)।
মঙ্গলবার সকালে অগ্নিদগ্ধ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী সকাল সন্ধ্যাকে বলেন, সীমের খাল গ্রামে সরকারি অর্থায়নে ২০২১ সালে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ৩৪টি আধাপাকা ঘর নির্মাণ করা হয়।
“সোমবার রাত ১২টার দিকে হাওরে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে সীমের খাল গ্রামের জেলে সাইফুল ইসলাম আশ্রয়ণ প্রকল্পে এমারুল মিয়ার ঘরে আগুন দেখতে পায়। সাইফুলের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।”
রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে সঞ্জয় চৌধুরী বলেন, “এমারুল মিয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।”
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন সকাল সন্ধ্যাকে বলেন, “আশেপাশের কোনও ঘরে আগুন লাগেনি। এমারুল মিয়ার ঘরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে পুলিশ কাজ করছে। মৃতদের দাফনে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।”
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমের খালে গিয়ে ছয়জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।