মৌলভীবাজার ও বগুড়ায় আলাদা দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
শুক্রবার বিকাল ৪টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এবং ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার শাহজাহানপুরের বীরগ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, মৌলভীবাজারের রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। অন্যটি আসছিল কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে। বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় বাহনদুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন একটি অটোরিকশার চালক রাজু আহমদ (২০)। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহেদ আহমদ (২২) নামে আরেক চালক এবং নাইম আহমদ (২০) নামে এক যাত্রী মারা যান।
এসময় আহত হন অটোরিকশার যাত্রী দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) এবং তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২)। আহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে ভোরে বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-সহকারীসহ তিনজনের মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ওসি শহিদল ইসলাম জানান, বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বীরগ্রামে পৌঁছলে উল্টো দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন।
নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার ট্রাক চালক আল আমিন (৩৯), কুড়িগ্রাম সদর উপজেলার ট্রাক চালক কুদ্দুস মিয়া (৩৭) ও উলিপুর উপজেলার নূর ইসলাম (২২)।
দুর্ঘটনার পর দুটি ট্রাকই জব্দ করা হয়েছে বলে জানান ওসি।