Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

পদত্যাগ করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৬৭ শিক্ষক

প্রফেসর ড. মাহামুদ হোসেন, প্রফেসর মোসা. হোসনে আরা, প্রফেসর অমিত রায় চৌধুরী
প্রফেসর ড. মাহামুদ হোসেন, প্রফেসর মোসা. হোসনে আরা, প্রফেসর অমিত রায় চৌধুরী
[publishpress_authors_box]

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপচার্য, ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রভোস্টসহ ৬৭টি পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার নিজেদের পদত্যাগপত্র তারা বিশ্ববিদ্যালয়ের আচার্য্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের কাছে পাঠিয়েছেন বলে জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস। যিনি নিজেও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহামুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর মোসা. হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীসহ সব হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ ৬৭জন শিক্ষক পদত্যাগ করেছেন। প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্রাগ করেন।

দুপুরে পদত্যাগের আগে উপচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের খবর প্রকাশের পর থেকেই পদত্যাগ করতে শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যক্তিরা। অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শিক্ষকরা।

তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেন পদত্যাগ না করেন, সেই দাবিতে গত ১৮ আগস্ট বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেসময় তাদের কাছ থেকে চিন্তার জন্য কিছুটা সময় চেয়ে নেন উপাচার্য। তবে শেষ পর্যন্ত পদত্যাগই করলেন তিনি।

সেই সঙ্গে আরও ৬৬ শিক্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করায়, বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পর্যায় কার্যত খালি হয়ে গেল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত