জুলাই-আগস্টে আন্দোলনের মধ্যে মারণাস্ত্র ৭.৬২ রাইফেল ব্যবহার হওয়া নিয়ে এক মাস আগে দেওয়া বক্তব্য গণমাধ্যমে ‘ভুলভাবে উদ্ধৃত’ করা হয়েছে বলে দাবি করে তার ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান সাখাওয়াত হোসেন। এরপর গত ১২ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে আনসার সদস্যদের দেখতে গিয়ে আন্দালনের সময় ৭.৬২ রাইফেল ব্যবহার হওয়া নিয়ে কথা বলেছিলেন তিনি। তারপর থেকে এই রাইফেল ও তার বক্তব্য নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।
দায়িত্ব নেওয়ার ১ সপ্তাহের মধ্যেই সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পান।
সাখাওয়াত হোসেনের দাবি তার ১২ আগস্টের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।
শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এক মাস আগে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন তার আগে দেওয়া দুইটা বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, “পতিত স্বৈরশাসক। আমি কোট করছি- কথিত বলি নাই, পতিত। অনেকেই মিস কোট করেছেন। আমি প্রথম পর্যায়ে হোম মিনিস্ট্রিতে ছিলাম। তখন নয়, তার আগেও আমি একটা কথা বলেছি।
“আমাদের পুলিশকে মানবিক থেকে দানবিক বানানো হয়েছে। তাদের হাতে রয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু (৭.৬২) রাইফেল। যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কিছু বোঝা যায়- এটা হচ্ছে সেটা।”
আগস্টে দেওয়া বক্তব্যে ৭.৬২ রাইফেল নিয়ে কী ছিল—তা উল্লেখ করেন সাবেক এই সেনাকর্মকর্তা। তিনি বলেন, “সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের বুলেট একটা ছেলের হাতে লেগেছে। আমি দেখেছি পুরো হাত ভেঙেচুড়ে গিয়েছে। সে কথাটা আমি বলেছি। আমি বলেছিলাম, পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কারা দিয়েছে। এটা প্রথম আমি তদন্ত করব। এটা কীভাবে আসল?
“এমকি আমি এ কথাও বলেছিলাম, সিভিলিয়ানদের হাতে আমি এই রাইফেল দেখেছি। দে আর নট পার্ট অফ পুলিশ। আমি সেটাও তদন্তের কথা বলেছিলাম। কিন্তু আমি… কোট করা হয়েছে, কোথা থেকে আসল রাইফেল আমি জানি না।”
কেন পুলিশকে এই রাইফেল এত বছর দেওয়া হয়েছে—সে প্রশ্ন তুলে উপদেষ্টা বলেন, “এই রাইফেল পুলিশের নামে কীভাবে সিভিল প্রশাসনের কাছে গিয়েছে? ৪ তারিখে (আগস্ট) আমি একটা কথা বলেছিলাম। পাঁচ তারিখে (আগস্ট) যদি না হতো, আই ওয়াজ চার্জড সিডিশন।
“আমরা আর্মিকে রিভোল্ট করার কথা বলেছি। যারা শুনেছেন তারা জানেন। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম।’’
তিনি বলেন, “আমার একটা ক্ল্যারিফিকেশন ছিল। আমি এখন জনসংযোগ কর্মকর্তা দিয়ে কথা বলাই।আমি আশা করি, আমাকে ভুল বোঝার কিছু নাই।
“আমি আবার বলছি পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে? কখন দিয়েছে? ইট হ্যাজ টু বি ইনভিস্টেগেটেড। যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি, সেই সময়ে।”