Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

‘ঘুরতে’ বের হওয়া ৭১ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল পুলিশ

আটক রোহিঙ্গাদের শুক্রবার রাতেই ক্যাম্পে ফেরত পাঠায় পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা
আটক রোহিঙ্গাদের শুক্রবার রাতেই ক্যাম্পে ফেরত পাঠায় পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঈদ উপলক্ষে অনুমতি ছাড়া ক্যাম্প ছেড়ে বাইরে আসার অভিযোগে কক্সবাজারের রামুতে ৭১ রোহিঙ্গাকে আটকের পর পুনরায় ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো রোহিঙ্গাদের সবাই পুরুষ।

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তায় পুলিশ নানাভাবে তৎপরতা অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, ঈদের পরদিন শুক্রবার দুপুরে রামুর খুনিয়াপালংয়ে একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করা হয়। বিকাল পর্যন্ত টেকনাফের দিক থেকে আসা যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৭১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি বলেন, “আটকরা জানিয়েছে, ঈদ উপলক্ষে তারা কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার বিভিন্ন এলাকায় বসবাসকারী আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ ব্যাপারে এসব রোহিঙ্গারা সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতির স্বপক্ষে কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেনি।”

আটক রোহিঙ্গাদের শুক্রবার সন্ধ্যায় রামু থানায় আনা হয় জানিয়ে ওসি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক রাতে আটক রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং এলাকাস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

পরে সেখান থেকে এই রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত