Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সহিংসতা : চট্টগ্রামে ২৮ মামলায় গ্রেপ্তার ৭৩৫

ফাইল ছবি
ফাইল ছবি
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতা-নাশকতার ঘটনায় চট্টগ্রামে এ পর্যন্ত ২৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় মামলা হয়েছে ১৭টি। মহানগর এলাকার বাইরে বিভিন্ন থানায় মামলা হয়েছে ১১টি।

এসব মামলার বেশিরভাগেরই বাদী পুলিশ। একটি মামলার বাদী পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া সহিংসতায় বিভিন্নভাবে আহত কয়েকজনও বাদী হয়ে মামলা করেছেন।

দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে প্রচুর ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এসব ফুটেজ ধরে চিহ্নিতদের গ্রেপ্তার করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ফুটেজ দেখে সর্বশেষ বুধবার আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। হামিদের বাবা বজলুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চুনতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, হামিদ হোসেন গত ১৬ জুলাই মুরাদপুর মোড়ে কোটা আন্দোলনের সংঘর্ষে জড়িত ছিলেন। পাথর হাতে তার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার চকবাজার ডিসি রোড থেকে হামিদকে গ্রেপ্তার করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নগরজুড়ে সহিংসতার ঘটনায় নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, কোতোয়ালী, বাকলিয়া ও খুলশী, হালিশহর থানায় পুলিশ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ১৭টি মামলা করেন। বেশিরভাগ মামলাতেই আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, “আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য নগরীর হালিশহর থানায় সর্বশেষ বুধবার রাতে একটি মামলা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি জানান, চট্টগ্রাম নগরীতে সব মিলিয়ে এখন মামলার সংখ্যা দাঁড়ালো ১৭টি। চট্টগ্রাম মহানগরীতে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে দায়ের করা ১৭ মামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৪০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে নাশকতা ও সহিংসতার ঘটনায় মহানগরের বাইরে চট্টগ্রাম জেলার হাটহাজারী, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, ফটিকছড়ি, ভুজপুর, মিরসরাই ও জোরারগঞ্জ থানায় ১১টি মামলা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবু তৈয়ব জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জেলায় এ পর্যন্ত ৩২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত