Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় আটজন।
যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় আটজন।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজার সদরের পিএমখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৮ জন গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার ভোরে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

গ্রেপ্তার আটজন হলেন– ওই এলাকার প্রয়াত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৩৪), প্রয়াত ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মো. মিজান (২০), প্রয়াত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক (৪৮), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও  আব্দুল আজিজ (২৫)।

যৌথ বাহিনীর অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ানশুটার গান, দুটি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল ও ১টি চেইন উদ্ধার করা হয় বলে জানান আবুল কালাম আজাদ।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। মামলা দায়ের করে তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত