Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সোমবার থেকে বসছে হাইকোর্টের ৮ বেঞ্চ

high court
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

হাইকোর্টের বিচারকাজের জন্য আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হবে।

আটটির মধ্যে দ্বৈত বেঞ্চ পাঁচটি, একক বেঞ্চ তিনটি। এই বেঞ্চ গঠনের মধ্য দিয়ে বিচারকাজে ফিরছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

গত ৭ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারকাজ স্থগিত করা হয়েছিল।

এর আগে রবিবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নিয়েই সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে যান প্রধান বিচারপতি। সেখানে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা তাকে অভিন্দন জানান।

এদিন প্রধান বিচারপতির জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার জন্য যেতে পারেননি।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা সোমবার সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধ এবং সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন।

নতুন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে এখন বিচারপতি দুইজন। আপিল বিভাগে আরও ছয়জন বিচারপতি নিয়োগের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরই মধ্যে তীব্র বিক্ষোভের মুখে শনিবার প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। এরপর আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতিও পদত্যাগ করেন।

তবে আরেক বিচারপতি মো. আশফাকুল ইসলাম পদত্যাগ না করায় তিনি এখনও দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত