Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

তোফাজ্জল হত্যায় ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে পেটানো হয়েছিল তোফাজ্জল নামে যুবককে।
বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে পেটানো হয়েছিল তোফাজ্জল নামে যুবককে।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।

এতে বলা হয়, তোফাজ্জল হত্যার সাথে সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত আটজন ছাত্রের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন।

এই ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনায় গত বুধবার রাত ৮টার দিকে আটকের পর তোফাজ্জলকে প্রথমে ঢাবির গেস্ট রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করা হয়। পরে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর চলে।

এরপর প্রক্টরিয়াল টিমের সদস্যসহ হলের হাউস টিউটররা তোফাজ্জলকে শাহবাগ থানায় নিয়ে গেলে পুলিশ আগে তাকে হাসপাতালে নিতে বলে।

অচেতন তোফাজ্জলকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। রাত পৌন ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা লাশ রেখে চলে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত