Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

প্রাইভেটকার খালে পড়ে এক পরিবারের ৪ জনসহ নিহত ৮

road-accident
[publishpress_authors_box]

পিরোজপুর সদর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এতে এক পরিবারের চারজনসহ ৮ জন নিহত হয়েছে।

বুধবার রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ।

বিজ্ঞপ্তিতে নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানানো হয়েছে, যারা একই পরিবারের সদস্য। তারা হলেন– মোতাহার বয়স (৪৫), তার স্ত্রী সাবিনা (৩২),  মেয়ে মুক্তা ( ১০) ও ছেলে শোয়াইব (২)।

নিহত আরও ২ শিশু, একজন নারী ও একজন পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত সোয়া ২টার দিকে গাড়িটি খালে পড়ে। খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত