Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ডেঙ্গু : আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  রোগী। ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী। ফাইল ছবি
[publishpress_authors_box]

ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন আট রোগীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৮ জন ডেঙ্গু রোগী।

নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ বছর রোগীর সংখ্যা ৪৪ হাজার ছাড়াল, আর মৃত্যু হলো ২২৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৮ জন। তাদের নিয়ে চলতি বছরে অধিদপ্তরের তালিকাভুক্ত হাসপাতালেই রোগীর সংখ্যা হলো ৪৪ হাজার ৭৬৪ জন। একই সময়ে মৃতদের নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২৩।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তাদের মধ্যে চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। বাকিদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি এলাকার ও তিনজন ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের। এদের বয়স শূন্য থেকে ৫৫ বছরের মধ্যে।

অধিদপ্তর জানাচ্ছে, মোট রোগীর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৮৬১ জন।

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী এবং মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। সে মাসে মোট রোগী ছিল ১৮ হাজার ৯৭ জন আর মৃত্যু হয়েছিল ৮০ জনের। আর চলতি মাসের অর্ধেকে সময়ে এসে রোগী হয়েছে ১৩ হাজার ৮২৬ জন আর মৃত্যু হলো ৬০ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত