Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৮ কর্মকর্তা কারাগারে

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
[publishpress_authors_box]

রাষ্ট্রদ্রোহের আলাদা দুই মামলায় রিমান্ড শেষে পল্লী বিদ্যুৎ সমিতির আট কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করার অভিযোগে তাদের বিরুদ্ধে এসব মামলা হয়।

এই আট কর্মকর্তা হলেন, মুন্সীগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস, ব্রাক্ষণবাড়িয়া নবীনগরের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার সিংহ, মাগুরার শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রাহাত, নেত্রকোনার সহকারী জেনারেল ম্যানেজার মনির হোসেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেলাল হোসেন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম ও ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) এস কে শাকিল আহমেদ।

রিমান্ড শেষে সোমবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেছিল পুলিশ।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান। আসামিদের পক্ষ থেকে জামিনের আবেদনও করা হয়েছিল।

তবে জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম রাগীব নূর আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিদের মধ্যে শুক্রবার প্রথম ছয়জনকে এবং শনিবার শেষ দুজনকে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করার অভিযোগে গত বৃহস্পতিবার খিলক্ষেত থানায় আলাদা দুটি মামলা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড খিলক্ষেত থানার পরিচালক প্রশাসন (আইন শাখার) আরশাদ হোসেন। মামলায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত