বেঁচে থাকা সংগ্রামের। এই সংগ্রাম কখনও সহজ, আবার কখনও বেশ কঠিন। সহজ তখনই যখন চারপাশের মানুষের ভিড়ে আমরা খুঁজে পাই কিছু সুন্দর হৃদয়। সুন্দর আর দয়ার্দ্র হৃদয়ের মানুষদের কারণে আমাদের বেঁচে থাকার সংগ্রাম আরেকটু সহজ হয়, সুন্দর হয়। কিন্তু ভুল সঙ্গে প্রায়ই আমরা জীবন কঠিন করে ফেলি। সুন্দর হৃদয়ের বৈশিষ্ট্যগুলো চেনা থাকলে নিশ্চয়ই এমন হতো না।
তাই জেনে নেওয়া যাক সুন্দর হৃদয়ের ব্যক্তিদের ৮টি বৈশিষ্ট্য-
সহমর্মিতা
সহমর্মিতা এমন একটি গুণ যা মানুষের হৃদয়ের গভীরে যোগাযোগ স্থাপন করে। এই গুণটি যাদের থাকে তারা সবসময় মানুষের আবেগে যথার্থ সাড়া দিতে পারে। কারণ এই গুণের কারণেই তারা অন্যের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকে।
পশু-পাখির প্রতি দয়া
কিছু মানুষের আশেপাশে সবসময় রাস্তার নেড়ি কুকুর আর বেড়ালদের দেখা যায়। এই অবলা প্রাণীদের সঙ্গে এই মানুষগুলোর বেশ ভাব জমে ওঠে। আসলে নিষ্কলুষ প্রাণ যাদের তারা সুন্দর হৃদয়ের মানুষ চিনতে পারে। তাই মানুষ এদের চিনতে ভুল করলেও, কুকুর-বেড়ালের মতো নিষ্কলুষ আত্মা এদের ঠিকই চিনে নেয়।
ভণিতাহীন
সুন্দর হৃদয়ের ব্যক্তিদের ভেতর আর বাহির, এই দুয়ের পার্থক্য কম। তারা অন্তরে যেমন, বাইরের প্রকাশেও তেমন। ফলে এদের চরিত্রে চরিত্রে লুকোচুরি নেই বললেই চলে।
বড় হৃদয়
সুন্দর হৃদয়ের মানুষের হৃদয়টা অনেক বড়। তারা বন্ধুবৎসল, পরোপকারী এবং দয়ালু। তারা যেখানেই যায়, সেখানেই যেন আনন্দ ছড়িয়ে দেয়।
সৎ
সুন্দর হৃদয়ের মানুষ নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি সৎ। অন্যের কাছ থেকেও তারা ঠিক একই রকম আচরণ প্রত্যাশা করে। কিন্তু তা না পেলে তারা ভীষণ কষ্ট পায়, মর্মাহত হয়।
বিনয়ী
সুন্দর হৃদয়ের মানুষ অবশ্যই নম্র ও বিনয়ী হবে। অন্যকে তারা শ্রেণী, অর্থ-বিত্ত ভেদে সমানভাবে গুরুত্ব দেবে। তারা নিজেরা ধনী অথবা গরীব যাই হোক না কেন, সবসময়ই থাকবে মাটির কাছাকাছি। এই বৈশিষ্ট্য তাদেরকে অন্য সকলের কাছে প্রিয় পাত্রে পরিণত করে।
আশাবাদী এবং উচ্ছল
কিছু মানুষ আছে যারা যে কোন পরিস্থিতিতেই আশা খুঁজে পায়। আর আশাবাদী হয়ে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় চারপাশে ছড়িয়ে দেয় উচ্ছলতা। এমন মানুষ নিঃসন্দেহে ইতিবাচকতা ছড়িয়ে দেয় আমাদের চারপাশে।
ছড়িয়ে দেয় ভালোবাসা
সুন্দর হৃদয় যাদের, তারা যেখানেই যায়, ভালোবাসা ছড়িয়ে দেয়। তাদের ভালোবাসা হয় গভীর, শর্তহীন এবং খাঁটি। তাদের ভালোবাসা শুধুমাত্র পরিবারের জন্যই বরাদ্দ থাকেনা, পৃথিবীর সমস্ত প্রাণের সঙ্গেই তারা নিজেদের সংযুক্ত বোধ করে।