Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

পুলিশের লুট হওয়া ৯৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার : র‌্যাব

SS-RAB-140824
[publishpress_authors_box]

দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৯৭টি আগ্নেয়াস্ত্র, ৬ হাজার ৫৮৫টি গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। বুধবার র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব বলছে, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙ্চুর ও অগ্নিসংযোগের সময় এসব অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।

র‌্যাবের খুদে বার্তায় বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সারাদেশে থানা-পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম চালু করতে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব অস্ত্র উদ্ধার কার্যক্রম শুরু করে। এ পরিপ্রেক্ষিতে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে র‌্যাব।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুণ্ঠিত অস্ত্র, গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে বলেও র‌্যাবের বার্তায় জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত