Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মন্ত্রী রহমানের বাসার লিফটে কর্মকর্তাকে মারধরে মামলা

ss-shahbag-thana-150624
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ঢাকার পরীবাগ এলাকার দিগন্ত টাওয়ারে বসবাস মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমানের। সেখানে অধিদপ্তরের কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে আরেক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। পুলিশ বলছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

থানা সূত্রে জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আজিজুলের বিরুদ্ধে শুক্রবার মামলা হলেও ঘটনা নিয়ে আগের দিন থেকেই আলোচনা ছিল। ঘটনাস্থল মন্ত্রী আবদুর রহমানের বাসভবন হওয়ায় তা নিয়ে পুলিশ কর্মকর্তারা বিব্রত ছিলেন। বিষয়টি সুরাহার চেষ্টা করেন মন্ত্রীর ঘনিষ্ঠরা। তবে শেষ পর্যন্ত তা মামলায় গড়ায়।

আসামি আজিজুলের বিরুদ্ধে আরও কিছু পুরনো অভিযোগ আলোচনায় এসেছে। এজন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা আজিজুলের দায়িত্ব নিতে রাজি হননি।

মামলার বিবরণ থেকে জানা গেছে, মারধরের শিকার কর্মকর্তার নাম মলয় কুমার শূর। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)। আর হামলাকারী মো. আজিজুল ইসলাম অধিদপ্তরের আওতায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং ও রিজার্ভ বিভাগে সংযুক্ত ছিলেন। মূলত আজিজুলের পদায়ন নিয়ে বিরোধের সূত্রপাত।

প্রাণিসম্পদমন্ত্রী প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনার জন্য গত ১৩ জুন বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছিলেন মলয় কুমারকে। মন্ত্রীর পরীবাগের বাসায় এক ঘণ্টা অবস্থানের পর রাত সাড়ে ৯টার দিকে বেরিয়ে আসেন মলয়। লিফটে নিচতলায় নামতেই তিনি হামলার মুখে পড়েন।

মলয় কুমার শূর এজাহারে অভিযোগ করেন, আজিজুল লিফটের সামনেই অবস্থান করছিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি ধাক্কা দিয়ে মলয়কে ফেলে দেন। এরপর ভারি একটি বস্তু দিয়ে মাথা ও নাকে আঘাত করেন। পরে চিৎকার শুনে টাওয়ারের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

হত্যার উদ্দেশ্যেই এ হামলা বলে অভিযোগ মলয়ের।

এ বিষয়ে প্রাথমিক তদন্ত করেছে পুলিশ। সেই সূত্রে জানা গেছে, হামলাকারী আজিজুলকে মন্ত্রণালয় বৃহস্পতিবার পরিচালক পদমর্যাদার একটি পদে পদায়ন করে। এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় শুরের আপত্তি ছিল। কারণ, আজিজুলের বিরুদ্ধে আগের বিভাগীয় মামলা চলছে। এ অবস্থায় মন্ত্রী মলয়কে ডেকে নেন তার বাসায়।

এ সংবাদ জেনে আজিজুল অবস্থান নেন বাসার নিচে। সিদ্ধান্ত তার বিরুদ্ধে যাচ্ছে, এমনটা জেনেই তিনি হামলা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ বলছে, যেহেতু অভিযোগকারী ও আসামি সরকারি কর্মকর্তা, সেজন্য মামলাটি ভিন্নভাবে দেখা হচ্ছে। এক্ষেত্রে বিভাগীয় মামলার সঙ্গে সমন্বয় করে ফৌজদারি অপরাধের ঘটনা দেখা হবে। পরিস্থিতি প্রতিকূল বিবেচনায় আজিজুল গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, “মলয় কুমার শূর নামের এক কর্মকর্তা মারধরের অভিযোগ এনেছেন আজিজুল ইসলামের বিরুদ্ধে। এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় অন্য কাউকে আসামি করা হয়নি বলেও জানান শাহবাগ থানার ওসি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত