ক্রমাগত দাম বাড়তে বাড়তে প্রথমবারের মতো সোনার একটি বারের দাম ১০ লাখ ডলারে উঠেছে। এটি ইতিহাসে একটি সোনার বারের সর্বোচ্চ দাম।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট গোল্ডের দাম ট্রয় আউন্স প্রতি ২ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। এটি সোনার দামের সর্বোচ্চ রেকর্ড।
একটি সোনার বারের ওজন গড়ে প্রয় ৪০০ ট্রয় আউন্স। এক ট্রয় আউন্সের দাম ২ হাজার ৫০০ ডলার হলে একটি বারের দাম দাঁড়ায় ১০ লাখ ডলার।
ব্লুমবার্গ নিউজ প্রথম সোনার বারের এই দামের খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম এখন পর্যন্ত ২০ শতাংশের বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ শিগগিরই তার বেঞ্চমার্ক সুদের হার কমাবে, বিনিয়োগকারীদের এমন আশার কারণেই সোনার দাম এতোটা বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
চীনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংকগুলোও যুক্তরাষ্ট্রের ডলারের ওপর নির্ভরতা কমাতে সোনা কিনছে।
কেন্দ্রীয় ব্যাংক এবং বিনিয়োগকারীরা অর্থনৈতিক অস্থিরতার সময় সোনাকে দীর্ঘমেয়াদী, মূল্য সংরক্ষণের নির্ভরযোগ্য উপায় হিসেবে দেখে।
কারণ যখন সুদের হার কমে যায়, তখন সোনার দাম বাড়তে থাকে। আর বুলিয়ন বন্ডের চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
বিনিয়োগকারীরাও স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে বিবেচনা করে। দাম বাড়লেও বেটিং বুলিয়ন তার মূল্য বজায় রাখে।
তবে, অবশ্যই প্রতিটি সোনার বারের ওজন ঠিক ৪০০ ট্রয় আউন্স হয় না।
যুক্তরাষ্ট্রের গোল্ড ব্যুরো বলেছে, স্বর্ণের বারগুলো নিয়ে সাধারণত কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং বুলিয়ন ডিলারদের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ব্যবসা করা হয়। কোনো একক ব্যক্তিদের মাধ্যমে নয়।
তথ্যসূত্র : সিএনএন