Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ফেডারেশন কাপে আবাহনী ও মোহামেডানের জয়

ফেডারেশন কাপে জয় পেয়েছে আবাহনী। ছবি: বাফুফে
ফেডারেশন কাপে জয় পেয়েছে আবাহনী। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের  ম্যাচে আবাহনী জয় পেয়েছে। জিতেছে মোহামেডানও।

আবাহনী ও রহমতগঞ্জের কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত হয়েছিল আগেই। শুক্রবারের ম্যাচ ছিল গ্রুপ সেরা হওয়ার। এই ম্যাচে আবাহনী ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

অন্যদিকে ইয়ংমেন্স ফকিরেরপুল ও মোহামেডানের বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। তাই এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। গত সপ্তাহে মোহামেডান লিগে ফকিরেরপুলের কাছে হেরেছিল। শুক্রবার ফেডারেশন কাপে সেই হারের প্রতিশোধ নিয়েছে। এদিন সাদা কালো দলটি ৫-২ গোলে হারিয়েছে ফকিরেরপুলকে।

কোয়ালিফায়ার লাইন আপ

 তারিখম্যাচভেন্যু
৮ এপ্রিলবসুন্ধরা কিংস-আবাহনীকুমিল্লা
১৫ এপ্রিলব্রাদার্স-রহমতগঞ্জময়মনসিংহ

আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচটি হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ম্যাচের ১২ মিনিটে এনামুল গাজী আবাহনীকে এগিয়ে নেন। বক্সের মধ্যে রহমতগঞ্জের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে পারেননি। শাহরিয়ার ইমনের বাড়ানো বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা গাজী জোরালো শটে জালে পাঠান (১-০)।

দ্বিতীয়ার্ধে হৃদয় আরেকটি গোল করলে আবাহনীর জয় নিশ্চিত হয়। ইব্রাহিমের ক্রস বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন হৃদয়। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং আবাহনী বক্সে কয়েকবার ভীতি সৃষ্টি করলেও গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় গোল হয়নি। শুধু মিতুলের কারণেই আবাহনী ফেডারেশন কাপে একটি গোলও হজম করেনি।

ফকিরেরপুলকে হারিয়ে প্রতিশোধ নিল মোহামেডান। ছবি: বাফুফে

একই গ্রুপে দিনের আরেক ম্যাচে মোহামেডান বিধ্বস্ত করেছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে। অথচ গত শুক্রবার লিগে ফকিরেরপুলের কাছে ০-১ গোলে হেরে মোহামেডান পয়েন্ট খুইয়েছিল। এক সপ্তাহ পর ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়ে সেই বদলা নিল মোহামেডান। ম্যাচের প্রথমার্ধে ১০ ও ২৭ মিনিটে মইনের জোড়া গোলে এগিয়ে যায় সাদা কালোরা। সেই অগ্রগামিতা বেশিক্ষণ থাকেনি রাফায়েল টুডু ও আকবিরের গোলে ২-২ করে ফকিরেরপুল।

দ্বিতীয়ার্ধেও ফকিরেরপুল সমান তালেই লড়ছিল। ৬৭ মিনিটে ফকিরেরপুলের গ্যান্ত দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয়। ছয় মিনিট পরই আত্মঘাতী গোলে পিছিয়ে ফকিরেরপুল। ৮২ ও ৮৫ মিনিটে আরিফের জোড়া গোলে বড় জয় পায় মোহামেডান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত