Beta
শুক্রবার, ১৩ জুন, ২০২৫
Beta
শুক্রবার, ১৩ জুন, ২০২৫
প্রিমিয়ার ফুটবল লিগ

রবসন মিগেলের গোলে আরও উঁচুতে বসুন্ধরা কিংস

৮৮৮৮৮৮৮
[publishpress_authors_box]

যে দুই দলের লড়াইটা হতে পারতো বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ, সেটাই দিনকে দিন রং হারাচ্ছে।

শুক্রবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ১টি করে গোল করেছেন রবসন রবিনহো ও মিগেল ফেরেইরা।  

২০০৭ সালে শুরু হওয়ার পর থেকে পেশাদার ফুটবলে সর্বোচ্চ ৬ বার লিগ জিতেছে আবাহনী। কিন্তু প্রিমিয়ার ফুটবল লিগে পা রাখার পর থেকে টানা ৪টি শিরোপা উঠেছে বসুন্ধরা কিংসের ঘরে। এবারের মৌসুমেও রীতিমতো ‍উড়ছে বসুন্ধরা কিংস।

মোহামেডানের সঙ্গে আবাহনীর রোমাঞ্চকর লড়াইটা কবেই হারিয়ে গেছে। এক সময় ভাবা হতো বসুন্ধরা কিংসের সঙ্গে জমবে আবাহনীর প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু ‍টুর্নামেন্ট বা লিগ-কোথাও বসুন্ধরা কিংসকে হারাতে পারছে না আবাহনী।

সর্বশেষ স্বাধীনতা কাপের কথায় ধরা যাক। ১৫ ডিসেম্বর স্বাধীনতা কাপের সেমিফাইনালে আবাহনীকে ৪-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। এরপর শুক্রবার মৌসুমের প্রথম লিগ ম্যাচে দেখা হলো বড় দুই দলের। কিন্তু প্রিমিয়ার লিগেও একই চেহারায় আকাশী নীল দলটি।  

লিগে কখনোই আবাহনী হারাতে পারেনি বসুন্ধরা কিংসকে। সেই ধারা এবারও অব্যাহত রইলো। লিগে বসুন্ধরা কিংসের কাছে এটা আবাহনীর পঞ্চম হার।

বিগত মৌসুমে মুখোমুখি আবাহনী-বসুন্ধরা কিংস

২০১৮-১৯ মৌসুমআবাহনী ০: ৩ বসুন্ধরা কিংস আবাহনী ০: ১ বসুন্ধরা কিংস  
২০২০-২১ মৌসুমআবাহনী ১: ৪ বসুন্ধরা কিংস আবাহনী ১: ১ বসুন্ধরা কিংস  
২০২১-২২ মৌসুমআবাহনী ২: ২ বসুন্ধরা কিংস আবাহনী ২: ৩ বসুন্ধরা কিংস  
২০২২-২৩ মৌসুমআবাহনী ১ : ২ বসুন্ধরা কিংস আবাহনী ০: ১ বসুন্ধরা কিংস  

আবাহনীর বিপক্ষে ম্যাচ বলেই কিনা বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন কোনও ঝুঁকি নেননি। গোলপোস্টের নিচে ফিরিয়ে আনেন দেশসেরা জাতীয় দলের আনিসুর রহমান জিকোকে। রক্ষণেও ছিলেন তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, ববুরবেক ইয়ুলদাসভ। মাঝমাঠে সোহেল রানা, মিগেল ফেরেইরা, মাসুক মিয়া জনি। আর আক্রমণে বড় অস্ত্র দরিয়েলতন ও রবসন তো ছিলেনই।

এই বসুন্ধরাকে হারাতে হলে অসম্ভব কিছু করতে হতো ওয়াশিংটন সান্তোস, কর্ণেলিয়াস স্টুয়ার্ট, জোনাথান ফার্নান্দেজদের। কিন্তু ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি যতোই দলটা গোছানোর চেষ্টা করুক না কেন, অ্যাসিড টেস্টে গিয়ে ব্যর্থই হলেন আজ।

আসলে দুই দলের ফরোয়ার্ডরাই সুযোগ পেয়েছেন গোলের। কিন্তু আবাহনী সেই সুযোগ মোটেও কাজে লাগাতে পারেনি। উল্টো বসুন্ধরা কিংস গোল করে এগিয়ে গেছে।

এই আবাহনীর যে লিগ শিরোপা জেতার সামর্থ্য নেই সেটা যেন অলক্ষ্যে বুঝিয়েই দিলেন ফুটবলাররা।

লিগের ৫ ম্যাচে সব কটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৩ জয় ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দুয়ে মোহামেডান। আর ২ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী।

বসুন্ধরা কিংসের অলআউট ফুটবলের বিপরীতে যেমন লড়াইয়ের দরকার ছিল সেটা করে দেখাতে পারেননি আবাহনীর ফরোয়ার্ডরা। বরং বক্সে ঢুকে বারবার খেই হারিয়েছেন। বেশ কয়েকটি ভালো সুযোগ সেভ করেছেন আনিসুর রহমানও।

সেই তুলনায় বেশি আক্রমণে উঠেছে বসুন্ধরা কিংস। ২৫ মিনিটে রবসনের গোল সেই আক্রমণেরই ফল। কর্নার থেকে উড়ে আসা বলে ওভারহেড কিকে রবসন করেন প্রথম গোল। এরপর ৭৩ মিনিটে দরিয়েলতনের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল নিয়ে বক্সে ঢোকা মিগেল করেন জয়সূচক গোল (২-০)।

বাকি সময়ে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি আবাহনী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত