Beta
বুধবার, ১৮ জুন, ২০২৫
Beta
বুধবার, ১৮ জুন, ২০২৫
ফেডারেশন কাপ

ওয়াশিংটনের হ্যাটট্রিকে চেনা ছন্দে আবাহনী

পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছেন ওয়াশিংটন। বসুন্ধরা কিংস এরিনায়। ছবি: বাফুফে
পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছেন ওয়াশিংটন। বসুন্ধরা কিংস এরিনায়। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

আবাহনী লিমিটেডের কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির রাতের ঘুমটা নিশ্চয় ভালোই হবে। চলতি মৌসুমে আবাহনীর দায়িত্ব নেওয়ার পর অবশেষে মুখে হাসি ফুটেছে এই আর্জেন্টাইন কোচের। যেমনটা চেয়েছেন ঠিক তেমনই যেন মঙ্গলবার খেলেছেন আবাহনীর ফুটবলাররা।

ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে এদিন আবাহনী মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়নের। বসুন্ধরা কিংস অ্যারেনায় গোপীবাগের দলটিকে রীতিমতো বিধ্বস্ত করেছে ৬-০ গোলে।

এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ওয়াশিংটন ডস সান্টোস। জোড়া গোল পেয়েছেন কর্ণেলিয়াস স্টুয়ার্ট। ১টি গোল নাবিব নেওয়াজ জীবনের।

গোলে ফিরেছেন আবাহনীর ফরোয়ার্ডরা

আকাশী নীলদের দুশ্চিন্তার নাম ছিল ফরোয়ার্ডদের গোল না পাওয়া। যার মাসুল গুণে স্বাধীনতা কাপের সেমিফাইনালে বিদায় নেয় বসুন্ধরা কিংসের কাছে হেরে। প্রিমিয়ার লিগেও শুরুর ৩ ম্যাচে অচেনা আবাহনীকেই দেখা গেছে।      

লিগে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলের ড্র। দ্বিতীয় ম্যাচে ফর্টিস এফসির সঙ্গে ০-১ গোলের হার। এরপর শেখ জামালের বিপক্ষে ঘাম ঝরানো ১-০ গোলের জয়।

লিগ ম্যাচের পর অবশেষে ফেডারেশন কাপে নিজেদের চেনা ছন্দে ফেরাতে পেরেছেন ফুটবলাররা।

তবে কি দল গোছাতে পারলেন ক্রুসিয়ানি

আলমগীর মোল্লা ও মিলাদ শেখের সঙ্গে হ্যাটট্রিকের আনন্দ উদযাপন ওয়াশিংটনের (মাঝে)। ছবি: বাফুফে

আবাহনীর ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাবটা ছিল এতদিন। কিন্তু যতোই ম্যাচ গড়াচ্ছে ততোই সেই সেতুবন্ধন বাড়ছে। ম্যাচের ৮৬ মিনিটের গোলের কথাই বলা যায়। ব্রাজিলিয়ান ঝলকে ওয়াশিংটন বক্সে ঢুকলেন। এরপর সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড স্টুয়ার্ট ব্যাক হিলে যে দুর্দান্ত গোল করলেন, সেটা চোখে লেগে থাকার মতো ছিল।

গোল উৎসব এবং আত্মবিশ্বাসে ফেরা

চোট কাটিয়ে নাবিব নেওয়াজ দলে ফিরলেও গোলের দেখা যেন কিছুতেই পাচ্ছিলেন না। গত মৌসুমে মাত্র ৫ গোল করেন এই স্ট্রাইকার। অবশেষে চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন ফেডারেশন কাপে এসে। আজ তাকে দিয়েই গোল উৎসবের শুরু হলো আবাহনীর।  

১৫ মিনিটে স্টুয়ার্টের বাড়িয়ে দেওয়া বলে আলতো টোকায় নাবিব নেওয়াজ করেন ১-০। ব্যবধান দ্বিগুণ করেছেন ওয়াশিংটন, ৩০ মিনিটে। কর্ণার থেকে উড়ে আসা বলে মিলাদ শেখের হেড। অরক্ষিত ওয়াশিংটনের প্লেসিংয়ে ২-০।  

গোল খেয়ে দিশেহারা ব্রাদার্স আক্রমণ করবে কোথায়, আরও এলোমেলো খেলেছে। ম্যাচের শেষ ২০ মিনিটে রীতিমতো ব্রাদার্সের রক্ষণে ঝড় বইয়ে দিয়েছেন ওয়াশিংটন ও স্টুয়ার্ট।

৭০ মিনিটে বক্সের মধ্যে ঢুকে আগুন গোলা শটে ৩-০ করেন ওয়শিংটন। আর ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন জোনাথন ডি সিলভেইরা। জটলার মধ্যে স্টুয়ার্টের গায়ে লাগে বল। এরপর সেই ফিরতি বলে গোল দিয়ে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন ওয়াশিংটন (৪-০)। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

বাকি সময়ের গল্পটা স্টুয়ার্টের। ৮২ মিনিটে বক্সে ঢুকে মুহূর্তেই দারুণ বাঁক নিয়ে করেন নিজের প্রথম ও দলের পঞ্চম গোল। তবে তিনি দেখার মতো গোলটি করেছেন ৮৬ মিনিটে। প্রথমে ব্রাদার্সের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন ওয়াশিংটন। এরপর বলটি বাড়িয়ে দেন স্টুয়ার্টকে। বাঁ পায়ের দুর্দান্ত ব্যাক হিলে হয়েছে স্টুয়ার্টের সেই গোল। আবাহনীর জয়ের ব্যবধান বেড়েছে ৬-০ তে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত