Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
প্রিমিয়ার ফুটবল লিগ

জামাল ভূইঁয়ার অভিষেকে আবাহনীর জয়

রহমতগঞ্জকে সহজেই হারিয়েছে আবাহনী। ছবি: বাফুফে।
রহমতগঞ্জকে সহজেই হারিয়েছে আবাহনী। ছবি: বাফুফে।
[publishpress_authors_box]
  • জামাল ভূঁইয়া প্রথমবার খেললেন আবাহনীতে
  • রহমতগঞ্জকে সহজেই হারাল আবাহনী

জায়ান্ট কিলার হিসেবে খ্যাতি আছে রহমতগঞ্জের। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছিল তারা। শনিবার দ্বিতীয় পর্বেও একই শঙ্কা জেগেছিল।

প্রথমার্ধ গোলশূন্য ছিল। একটা সময় মনে হচ্ছিল আবারও আবাহনীকে আটকে দেবে রহমতগঞ্জ। কিন্তু বিরতির পর জামাল ভূঁইয়া, স্টুয়ার্ট ও ওয়াশিংটনের পারফরম্যান্সে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী।

মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনীর সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে রহমতগঞ্জ। ৪৪ মিনিটে রহমতগঞ্জ সুযোগ পেয়েও গোল দিতে পারেনি।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিচ্ছেন জোনাথান ফার্নান্দেজ। ছবি: বাফুফে।

বিরতির পর আবাহনী খেলেছে আরও আক্রমণাত্মক ফুটবল। ৪৮ মিনিটে প্রথমে এগিয়ে যায় আবাহনী। ওয়াশিংটন প্লেসিংয়ে করেন ১-০। ৫৮ মিনিটে আবাহনীর জার্সিতে অভিষেক হওয়া জামালের সৌজন্যে গোল পায় আবাহনী। জামালের ফ্রি-কিক গোলরক্ষক ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে বল পেয়ে স্টুয়ার্ট করেছেন ২-০। ৬৩ মিনিটে জোনাথন ফার্নান্দেজ দেখে শুনে দারুণ প্লেসিং করের শেষ গোল।

ম্যাচের শেষ সময় পর্যন্ত আবাহনী দাপট ধরে রেখে তিন গোলে জয় নিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে। লিগে আবাহনী ১০ ম্যাচে পঞ্চম জয়ে ১৮ পয়েন্টে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে রহমতগঞ্জ প্রথম হার দেখেছে। আগের ৭ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত