প্রিমিয়ার ফুটবল লিগে ৬ বছর আগে শিরোপার স্বাদ পেয়েছিল আবাহনী লিমিটেড। পেশাদার লিগে বসুন্ধরা কিংসের আগমনের পর চ্যাম্পিয়ন ট্রফি মাথার ওপর তুলে আনন্দ নৃত্য করার স্মৃতি যেন ভুলেই গেছে আকাশী নীল দলটি। তবে বড়রা না হোক, অন্তত ছোটদের সুবাদে সেই সুযোগ আবারও পাচ্ছে আবাহনী।
বাফুফের অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারিনার অনুশীলন মাঠে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ক্লাবটি।
৯ দলের লিগে আবাহনী টানা ৭ জয়ে ২১ পয়েন্ট পেয়েছে । এরপরই আছে ফর্টিস এফসি , যাদের ৭ ম্যাচে ১৬ পয়েন্ট। ফলে আবাহনী শেষ ম্যাচে হারলেও প্রথম স্থান হারানোর কোনও সুযোগ নেই।
আবাহনীর জুনিয়র দল গত রাউন্ডেই শিরোপা উদযাপন করতে পারত। রহমতগঞ্জ ফর্টিস এফসিকে রুখে দিলেও আবাহনী প্রথমবারের মতো জুনিয়র লিগের চ্যাম্পিয়ন হতো। ফর্টিস এফসি ৩-০ গোলে রহমতগঞ্জকে হারানোয় আবাহনীর শিরোপা উদযাপন একটু বিলম্ব হলো। মঙ্গলবার সপ্তম ম্যাচে জিতেই আবাহনী প্রথমবারের মতো এই ট্রফি নিজেদের ঘরে নিল।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্দেশনা অনুযায়ী প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জুনিয়র দল থাকা বাধ্যতামূলক। বাংলাদেশে ক্লাবে যেমন এই চর্চা নেই ফেডারেশনও ক্লাবগুলোর জন্য জুনিয়র প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে পারে না। তাই এই পর্যায় থেকে তেমন ফুটবলারও উঠে আসে না। ক্লাবগুলো শাস্তি এড়াতে নামকওয়াস্তে অংশগ্রহণ করে। তবে এবার আবাহনী এই জুনিয়র লিগে বেশ প্রস্তুতি নিয়েই খেলছে। সেটার প্রমাণ তো মাঠেই পাওয়া গেল।