প্রিমিয়ার লিগ শুরুর আগে মঙ্গলবার শিরোপা প্রত্যাশী ৪ দল মুখোমুখি হয়েছিল।
প্রথম ম্যাচে মেরিনার্স ৫-১ গোলে হারিয়েছে মোহামেডানকে।
সন্ধ্যায় পরের ম্যাচে আবাহনী ৬-২ গোলে জয় পেয়েছে ঊষা ক্রীড়াচক্রের বিপক্ষে।
এই জয়ে ক্লাব কাপ হকির সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল আবাহনী ও মোহামেডানের। প্রতিটি সেমিফাইনাল ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল লাইন আপ
১ম সেমিফাইনাল | মেরিনার্স-ঊষা |
২য় সেমিফাইনাল | আবাহনী-মোহামেডান |
১ বিদেশি নিয়ে খেলা উষা ক্রীড়াচক্রের বিপক্ষে গোলের দরজা খুলতে বেগ পেতে হয়েছে ৪ বিদেশি নিয়ে খেলা আবাহনীকে। প্রথমার্ধে গোল করতে পারেনি আকাশী নীলরা। তবে পরের দুই কোয়ার্টারে প্রতিরোধ ধরে রাখতে পারেনি ঊষা। তাই ৬ গোল হজম করতে হয়েছে।
অবশ্য দুটি গোল তারা পরিশোধও করেছিল। তবে অনেকগুলো সুযোগ হাতছাড়া করে ব্যবধানটা কমাতে পারেনি পুরানো ঢাকার দলটি। আবাহানীর হয়ে রাকিবুল হাসান, হুজাইফা হোসেন, যুবরাজ বাল্মিকি, আশরাফুল ইসলাম, আব্রাহাম বেলিমাজ্ঞা ও ফরহাদ হোসেন শিতুল গোল করেন। উষার পক্ষে মাহবুব হোসেন দুই গোল পরিশোধ করেন।
জেতার পরও আবাহনীর উপদেষ্টা কোচ মাহবুব হারুন খুশি নন, ‘স্থানীয়দের সঙ্গে বিদেশিদের বোঝাপড়ার অভাব দেখেছি আজকের ম্যাচে। যে কারণে ম্যাচে গোল পেতে বেগ পেতে হয়েছে।”
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে ফাইনালে খেলতে চান কোচ,“ আবাহনী মোহোমেডান মানেই অন্য রকম উত্তেজনা। যে সুযোগ কাজে লাগাবে সেই জিতবে ম্যাচে। আশা করি আমরা জয় নিয়েই ফাইনালে খেলব।”