Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দুই পেনাল্টি, এক লাল কার্ড এবং মোহামেডান-আবাহনীর ড্র

গোলের পর আবাহনীর ফুটবলারদের আনন্দ। কিন্তু ম্যাচ শেষে এই আনন্দ আর থাকেনি তাদের। শুক্রবার ময়মনসিংহ স্টেডিয়ামে। ছবি: বাফুফে।
গোলের পর আবাহনীর ফুটবলারদের আনন্দ। কিন্তু ম্যাচ শেষে এই আনন্দ আর থাকেনি তাদের। শুক্রবার ময়মনসিংহ স্টেডিয়ামে। ছবি: বাফুফে।
[publishpress_authors_box]

আবাহনী-মোহামেডান দ্বৈরথ যেমন হওয়া উচিত, তেমনই হয়েছে। দুই গোলে আবাহনীর এগিয়ে যাওয়া। এরপর দু দুটি পেনাল্টিতে মোহামেডানের সমতা। একটি লাল কার্ড। রেফারির সিদ্ধান্তে অসহিষ্ণু আচরণ আবাহনীর ম্যানেজার নজরুল ইসলামের। এবং মাঠে খেলা বন্ধ প্রায় মিনিট পাঁচেক।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুক্রবার প্রিমিয়ার লিগের আবাহনী-মোহামেডান লড়াইটা যে কতখানি রোমাঞ্চ ছড়িয়েছে সেটা মাঠে উপস্থিত দর্শকেরা ভালোই টের পেয়েছেন।

আজকের ম্যাচের ফল
আবাহনী ২: ২ মোহামেডান
শেখ জামাল ধানমন্ডি ২: ১ রহমতগঞ্জ

ম্যাচটি জিতে মোহামেডানকে টপকে লিগের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ ছিল আবাহনীর। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে সেই স্বপ্ন দেখা শুরুও করেছিল আকাশী নীল দলটি। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছে আবাহনীর। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ।

আবাহনীর হয়ে ১টি করে গোল করেছেন ব্রুনো গঞ্জালভেস রোকা ও কর্নেলিয়াস স্টুয়ার্ট। মোহামেডানের ২টি গোলই করেছেন সোলেমান দিয়াবাতে।

প্রিমিয়ার লিগের সর্বশেষ ৭টি ম্যাচে মোহামেডান কখনোই হারাতে পারেনি আবাহনীকে। শুক্রবারও হারতে হারতে ড্র করে মাঠ ছেড়েছে।

পেনাল্টি থেকে গোলের পর সোলেমান দিয়াবাতেকে নিয়ে আনন্দ মোহামেডান ফুটবলারদের। ছবি: বাফুফে।

এই ড্রয়ে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী। ১ ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস।

অথচ ম্যাচের শুরুটা ছিল আবাহনীর। কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে মোহামেডান।  ম্যাচের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে দর্শনীয় ফ্রি কিক নেন ব্রুনো গঞ্জালভেস রোকা। রংধনুর মতো বাঁক নিয়ে বলটি ঢোকে মোহামেডানের জালে। ইউরোপিয়ান লিগে যেমন গোল সচারচর দেখা যায়, ব্রুনোর গোলটি যেন ঠিক তেমনই।

 গোল শোধে মরিয়া মোহামেডান বারবার চেষ্টা করেছে বক্সে ঢোকার। কিন্তু আবাহনীর রক্ষণ দেওয়াল ভাঙতে পারেনি।

ম্যাচের ১১ মিনিটে মোজাফররফের দুর্দান্ত এক ফ্রি কিক ফিস্ট করেন আবাহনীর গোলরক্ষক পাপ্পু।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আবাহনীর আক্রমণ। ৫৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন ওয়াশিংটন বান্দ্রা। তিনি ক্রস ফেলেন ব্রুনোর কাছে। অরক্ষিত ব্রুনো তখন বল নিয়ে বাড়িয়ে দেন কর্ণেলিয়াস স্টুয়ার্টকে। আলতো টোকায় ২-০ করেন কর্ণেলিয়াস।  

মোহামেডান প্রথম ম্যাচে ফেরার সুযোগ পায় ৬৮ মিনিটে। বক্সের মধ্যে আগুয়ান ইম্যানুয়েল সানডেকে ফেলে দেন রবিউল ইসলাম। রেফারি সায়মন হাসান পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে সহজেই গোল করেন দিয়াবাতে (২-১)।

৭২ মিনিটে আরেক বার  এগিয়ে যাওয়ার সুযোগ পায় আবাহনী। বক্সের বাইরে থেকে আরেকটি ফ্রি কিক নেন ব্রুনো। কিন্তু তার নেওয়া সেট পিস সাইডপোস্টে লেগে বাইরে যায়। এ যাত্রায় বেঁচে যায় মোহামেডান।

কিন্তু তখনও ম্যাচের চমক বাকি ছিল আরও। ৮১ মিনিটে আবারও পেনাল্টি পায় মোহামেডান। কামরুলের নেওয়া শট বক্সের মধ্যে জটলায় হাতে লাগে ওয়াশিংটন বান্দ্রার। যদিও এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ঘোর আপত্তি ছিল আবাহনীর ফুটবলারদের। মাঠেই রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন ফুটবলাররা। ডাগ আউটের পাশ থেকে আবাহনীর ম্যানেজার নজরুল ইসলামও উচ্চবাচ্য করতে থাকেন। এক পর্যায়ে নজরুলকে লাল কার্ড দেখান রেফারি। ওই সময় খেলা বন্ধ থাকে প্রায় ৫ মিনিট।

বল নিয়ে ছুটছেন আবাহনীর ব্রুনো গনঞ্জালভেস রোকা। তাকে আটকানোর চেষ্টা মোহামেডানের ফুটবলারদের। ছবি: বাফুফে।

ম্যাচ শুরুর পর পেনাল্টি থেকে ২-২ করেন সোলেমান। যদিও এবারের পেনাল্টির প্রথম গোল বাতিল করেন রেফারি। দ্বিতীয়বারও গোল করেন সোলেমান। ম্যাচের ৮৮ মিনিটে আবাহনীর পাপন সিং ও মোহামেডানের মেহেদি মিঠুর মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়। দুই দলের খেলোয়াড়েরা এসে শান্ত করেন তাদের।

বাকি সময়ে চেষ্টা করেও কোনও দল গোল করতে পারেনিনি।

ম্যাচ শেষে পুলিশি প্রহরায় মাঠ ছাড়েন রেফারিরা। আর তার আগে বারবার রেফারিকে হাতের ইশারায় একট কিছু দেখানোর চেষ্টা করেন মিলাদ শেখ। আসলে হাতের ইশারায় মিলাদ যেন বোঝাতে চেয়েছেন, টাকার বিনিময়ে ম্যাচটি পরিচালনা করেছেন সাইমন!

দিনের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত