Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আবদার নিয়ে বসুন্ধরা কিংসের কাছে গেছে আবাহনী

ছবিটাকে চাইলে প্রতীকি ধরা যায়। ক্লাবটির পুরনো গেটের মতোই যেন জীর্ন অবস্থা আবাহনীর। ছবি: সকাল সন্ধ্যা।
ছবিটাকে চাইলে প্রতীকি ধরা যায়। ক্লাবটির পুরনো গেটের মতোই যেন জীর্ন অবস্থা আবাহনীর। ছবি: সকাল সন্ধ্যা।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

হাতি বুঝি কাদায় পড়েছে। এতদিনের তীব্র বৈরিতা ভুলে আবাহনী গেছে বসুন্ধরা কিংসের কাছে কিংস অ্যারেনাকে নিজেদের হোম ভেন্যু করার আবদার নিয়ে ! 

পেশাদার ফুটবল লিগ শুরুর ১৭ বছরেও নিজেদের ভেন্যু তৈরি করতে পারেনি আবাহনী। কখনও কুমিল্লা, কখনও সিলেট, কখনও গোপালগঞ্জ- প্রতি মৌসুমে আলাদা আলাদা ভেন্যুকে নিজেদের হোম গ্রাউন্ড বানিয়েছে দেশের ঐতিহ্যবাহী দলটি। কখনও মাথায় আসেনি কিংস অ্যারেনার নাম। সেটা না আসারই কথা, কারণ এই মাঠে ম্যাচ খেলতেই তাদের আপত্তি ছিল একসময়। মাঠের মারদাঙ্গা লড়াই ছাড়াও দুই পক্ষের সাংগঠনিক দ্বৈরথও ছিল স্পষ্ট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে কিংসের এই ভেন্যু’র যাত্রা শুরু হলেও কখনও ওই মুখো হননি বাফুফে সহ-সভাপতি, আবাহনীর ডাইরেক্টর ইন-চার্জ কাজী নাবিল আহমেদ।  

আবাহনীর ফুটবলাররা এবার ভেন্যু হিসেবে খেলতে চান বসুন্ধরা কিংসে।

এখন সেই বসুন্ধরা কিংসের কাছেই আসন্ন ফুটবল মৌসুমে নিজেদের হোম ভেন্যু বানানোর আর্জি নিয়ে গেছে আবাহনী। ক্লাবটির কর্মকর্তা সুভাষ সোম বলেন, “আমরা ৪-৫ দিন আগে বসুন্ধরা কিংসকে আবাহনীর হোম ভেন্যু বানানোর প্রস্তাব দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাইনি। যদি তারা হোম ভেন্যু করতে রাজি না হয় তাহলে কুমিল্লাকেই আমরা হোম ভেন্যু করতে চাই। বাফুফেকে সেটা জানিয়ে দিয়েছি আমরা।”

শেখ হাসিনার সরকার পতনের পর আবাহনী ক্লাব থেকে লুট হয়ে গেছে সব ট্রফি। সামগ্রিক অবস্থা এত খারাপ যে এবার তারা দল গড়ছে বিদেশি ফুটবলার ছাড়াই। অনেক ফুটবলার নিজেদের পারিশ্রমিক কমিয়ে খেলতে রাজি হয়েছে আবাহনীতে। এমন দুঃসময়ে ক্লাবের বেশিরভাগ পরিচালকই নিখোঁজ। ক্লাবটির চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেফতার হয়ে কারাগারে। ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিলও পালিয়ে বেড়াচ্ছেন। সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যেই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে আবাহনী।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত