Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
প্রিমিয়ার ফুটবল লিগ

কর্নেলিয়াসে হ্যাটট্রিকে আবাহনীর অবিশ্বাস্য জয়, মোহামেডানের নায়ক দিয়াবাতে

কর্নেলিয়াসের হ্যাটট্রিকে আবাহনী অবিশ্বাস্য জয় পেয়েছে। ছবি: বাফুফে।
কর্নেলিয়াসের হ্যাটট্রিকে আবাহনী অবিশ্বাস্য জয় পেয়েছে। ছবি: বাফুফে।
[publishpress_authors_box]

দুই গোলে পিছিয়ে থেকে আবাহনী লিমিটেড ফিরে আসার দারুণ গল্প লিখেছে। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী পারলো না আগের মতো গোলের ধারাবাহিতকা দেখাতে। এতে প্রিমিয়ার ফুটবল লিগে ফিরতি পর্বে আন্দ্রেস ক্রুসিয়ানির দল কর্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকে ৩-২ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। অন্য ম্যাচে সুলেমানে দিয়াবাতের জোড়া গোলে মোহামেডান স্পোর্টিং ৩-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডিকে।

শনিবার মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে ৭৯ মিনিট পর্যন্ত চট্টগ্রাম আবাহনী দুই গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল।

ম্যাচের ২০ মিনিটে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায়। গোলকিপার শহিদুল আলম সোহেল ঠিকমতো বলের অবস্থান বুঝতে পারেননি। হাসান রিমনের থ্রু পাস থেকে মান্নাফ রাব্বী পোস্ট ছেড়ে বেরিয়ে আসা আবাহনী কিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে।

আবাহনী আজ দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। ছবি: বাফুফে।

৬৭ মিনিটে চট্টগ্রাম আবাহনী ব্যবধান দ্বিগুণ করে। রায়হানের অ্যাসিস্টে রিয়াজ উদ্দিন লক্ষ্যভেদ করে আবাহনী লিমিটেডকে আবারও ব্যাকফুটে ফেলে দেন।

শেষ ১০ মিনিটে আবাহনীর ঝলক দেখাতে শুরু করে। ৮০ মিনিটে আন্দ্রেস ক্রসিয়ানির দল এক গোল শোধ দেয়। পেনাল্টি থেকে কর্নেলিয়াস স্টুয়ার্ট গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপিয়ে ব্যবধান কমান।

৯০ মিনিটে আবাহনী লিমিটেড সমতা ফেরায়। মিলাদের ডিফেন্স চেরা পাসে কর্নেলিয়াস বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিশানাভেদ করেন।

যোগ করা সময়ে স্টুয়ার্টের দারুণ গোলে ক্রুসিয়ানির দল তিন পয়েন্ট নিশ্চিত করে। বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার অ্যাসিস্টে কর্নেলিয়াস ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন। ১৯ গোল করে শীর্ষেই আছেন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডিয়ান্সের স্ট্রাইকার।

মোহামেডানের জোড়া গোল করেছেন দিয়াবাতে। ছবি: বাফুফে।

গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালকে হারিয়েছে মোহামেডান।

৩৬ মিনিটে আরিফ হোসেনের অ্যাসিস্টে দিয়াবাতে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। পরের গোলে তিনি অ্যাসিস্ট করেন। ইমানুয়েল সানডে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামালকে পিছিয়ে দেন।

৯০ মিনিটে দিয়াবাতে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জড়ান জালে। তিনি ১৭ গোল করে কর্নেলিয়াসের পরই অবস্থান করছেন।

যোগ করা সময়ে খোলমাতভ পেনাল্টি থেকে মোহামেডানকে এক গোল শোধ দেন। 

এদিকে শেখ রাসেলের কাছে ৩-২ গোলে হেরে ব্রাদার্স ইউনিয়নের প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে।

আবাহনী ও মোহামেডান ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে আছে। লিগে শেষ ম্যাচে দুই ঐতিহ্যবাহী দল মুখোমুখি হবে। সেই ম্যাচ যে দল জিতবে তারাই হবে রানার্সআপ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত