Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সুমন রেজার গোলে আবাহনীর জয়

আবাহনী জয় পেয়েছে প্রিমিয়ার ফুটবল লিগে।
আবাহনী জয় পেয়েছে প্রিমিয়ার ফুটবল লিগে।
[publishpress_authors_box]

বিদেশিহীন আবাহনী টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে প্রিমিয়ার ফুটবল লিগে। নিষ্প্রাণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে যা একটু উত্তাপ ছড়াল আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াই। আবাহনীর একমাত্র গোলটি করেন সুমন রেজা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারায় আবাহনী। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়ে এবারের লিগ শুরু করেছিল তারা।

ক্রিকেট পিচ তুলে কুমিল্লায় ফুটবল আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। ফেডারেশন কাপের ম্যাচ খেলতে গিয়ে রাকিব হোসেন চোট পেয়েছিলেন এখানে পড়ে গিয়ে। এবড়ো-খেবড়ো মাঠ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে ঢের, কিন্তু অনুপোযোগী মাঠেই খেলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সাদামাটা প্রথমার্ধে গোলের সেরা সুযোগটি আবাহনী পেয়েছিল বিরতির আগ মুহূর্তে। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। সুযোগ কাজে লাগাতে ফাঁকা পোস্টে শট নেন আবাহনীর এক খেলোয়াড়, সুলতান এক ছুটে পোস্টে ফিরে আটকে দেন সেই প্রচেষ্টাও।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। প্রতিপক্ষের রক্ষণে ধরে রাখে চাপ। তাতে ৫৯তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে সুমন রেজা হেডে খুঁজে নেন জাল।

লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ওয়ান্ডারার্স। মোহামেডানের বিপক্ষে ৬-০ গোলে হেরে আসর শুরু করেছিল তারা।

শনিবার দিনের অন্য ম্যাচে, আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ফর্টিস এফসি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত