বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি শুক্রবার ফুটবল ফেডারেশনে এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন।
সাবেক এই তারকা ফুটবলার ২০০৮ সাল থেকে সিনিয়র সহসভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেন। এছাড়া আবদুস সালাম মুর্শেদী বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন। এই দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন। এছাড়া তিনি বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছেন।
গত মে মাসে সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা করেছিল ফিফা। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয়েছিল তাঁকে। সেই অনিয়মে ক্রয় ও পরিশোধের প্রক্রিয়াগুলোতে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ ক্রয় আদেশ ও ভূয়া দলিল পরিবেশনের দায়ে দেওয়া হয় এই শাস্তি। কিন্তু ওই সময় তিনি পদত্যাগ করেননি।
ওই সময় একই ঘটনায় বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা ও তিন বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান—দুজনকেই ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা ও ২ বছরের জন্য ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়ে তিনি ২০১৮ সালে খুলনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ চলতি বছর জানুয়ারি মাসের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে পদত্যাগের ধারাবাহিকতায় এবার ক্রীড়াঙ্গন থেকে সবার আগে দায়িত্ব ছাড়লেন সালাম মুর্শেদী।