স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সাথে বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল মুম্বাইয়ের সিনে পাড়া। আর এরই মধ্যে অভিষেক বচ্চন ইঙ্গিত দিলেন ক্ষমা চাওয়ার। অবশ্য কার কাছে তা খোলাসা করেননি। শুধু বললেন যাদের দুঃখ দিয়েছেন।
মঙ্গলবার মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত অভিষেকের ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার ট্রেইলার। সেখানেই ক্ষমা চাওয়ার কথা শোনা গেছে নায়কের মুখে। ট্রেইলারে তার কণ্ঠে শোনা গেল, “যাদের এত দিন দুঃখ দিয়েছি, তাদের কাছে এবার ক্ষমা চাইতে হবে।“
ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে, অভিষেকের চরিত্র অর্জুন কোনও দুরারোগ্য রোগে আক্রান্ত। মাঝেমধ্যেই তাকে হাসপাতালে যেতে হচ্ছে; চিকিৎসক জানিয়েছেন হাতে সময় খুব কম।
একই সাথে বোঝা যাচ্ছে অর্জুন একজন সিঙ্গেল প্যারেন্ট। অসুস্থতার মাঝেও তার দুই মেয়ের দেখাশোনা করেন ৷ আর এই অসুস্থতাই তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী পালটে দেয়।
Meet Arjun!
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) November 5, 2024
Who endures extraordinary challenges in his quest for an ordinary life. ✨
Trailer out now: https://t.co/Gpo5nxCljV#IWantToTalk In Cinemas 22nd November#ShoojitSircar #AhilyaBamroo #JohnyLever @ronnielahiri #SheelKumar @jayantkripalani @filmsrisingsun…
সিনেমার টিজারে অভিষেকের কণ্ঠে আরও শোনা যায,“আমি শুধু কথা বলতেই ভালোবাসি না, বরং কথা বলার জন্যই বেঁচে আছি। জীবিত এবং মৃতদের মধ্যে আমি শুধু একটি পার্থক্যই দেখতে পাই। জীবিতরা কথা বলতে পারেন আর মৃতরা সেটা পারেন না।“
ট্রেইলারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিষেক লিখেছেন, “আপনাদের সঙ্গে অর্জুনের পরিচয় করিয়ে দেই, যে কিনা এমন একজন মানুষ যে তার সাধারণ জীবনে অসাধারণ সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়।“
২২ নভেম্বর মুক্তি পাবে ‘আই ওয়ান্ট টু টক’।