Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ভোটের মাঠে মমতার ভাইপোর রেকর্ড

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসনে ৭ লাখ ৩ হাজার ১৩৭ ভোটে এগিয়ে আছেন অভিষেক ব্যানার্জি।
পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসনে ৭ লাখ ৩ হাজার ১৩৭ ভোটে এগিয়ে আছেন অভিষেক ব্যানার্জি।
[publishpress_authors_box]

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসনে ৭ লাখের বেশি ভোটের ব্যবধানে জিতে রেকর্ড গড়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ছয় সপ্তাহে সাত দফায় ভোটগ্রহণের পর মঙ্গলবার একযোগে ফল ঘোষণা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের অধিকাংশটিতে তৃণমূলের জয়ের আভাস দেখা যাচ্ছে।

এরমধ্যে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসনে জোড়া ফুলের প্রার্থী অভিষেক ৭ লাখ ১০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন বলে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যে দেখা যাচ্ছে।

অভিষেক পেয়েছেন ১০ লাখ ৪৮ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাশ ববি পেয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ভোট।

২০০৪ সালের লোকসভা নির্বাচনে সিপিএমের তৎকালীন নেতা অনীল বসু পশ্চিমবঙ্গের আরামবাগ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ লাখ ৮২ হাজার ৫০২ ভোট বেশি পেয়ে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড দুই দশক পর ভাঙলেন তৃণমূল নেতা অভিষেক। 

২০১৯ সালে এর আগের নির্বাচনে একই আসন থেকে ৩ লাখ ২০ হাজার ৫৯৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি।   

এবারের নির্বাচনে অভিষেক কেবল অনীল বসুর ২০ বছর আগের রেকর্ডই ভাঙলেন না, একই সঙ্গে ৭ লাখের বেশি ভোটের ব্যবধানও স্পর্শ করলেন, যা পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে নজিরবিহীন ঘটনা।  

২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন অভিষেক। 

ভোট গণনার কয়েকদিন আগে অভিষেক দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনের মধ্যে প্রায় ৩০টি আসনে জয় পাবে। মঙ্গলবার বিকালে আনন্দবাজার পত্রিকা জানায়, লোকসভার ৪২টির মধ্যে ২৯টিতে তৃণমূল, ১২টিতে বিজেপি ও একটি আসনে কংগ্রেস জয়ী হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত