Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

অভিষেক-ঝড়ে কলকাতায় বিধ্বস্ত ইংল্যান্ড

৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। ছবি: এক্স
৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। ছবি: এক্স
[publishpress_authors_box]

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রায়ই দেখা মেলে অভিষেক শর্মার ঝড়। কিন্তু ভারতের জার্সিতে ওই ঝড় উঠেও যেন ওঠে না। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর সেঞ্চুরির ছাড়া সেরকম পারফরম্যান্স পাওয়া যায়নি তার ব্যাটে। অবশেষে ভারতের জার্সিতে আবার অভিষেকের ঝলক। কলকাতায় ইংল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন বাঁহাতি ব্যাটার। এর আগে বোলারদের চমৎকার পারফরম্যান্স জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।

ইডেন গার্ডেনসের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিংয়ের দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় ইংলিশরা। এই লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেকের ঝড়ো হাফসেঞ্চু্রিতে ৪৩ বল আগে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ইডেনের স্লো উইকেটে টস জিতে বোলিং নিতে দ্বিতীয়বার ভাবেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন আর্শদীপ। বাঁহাতি পেসার শুরুতেই তুলে নেন দুই ওপেনার ফিল সল্ট (০) ও বেন ডাকেটকে (৪)। এরপর হ্যারি ব্রুক (১৭) ও লিয়াম লিভিংস্টোনকে (০) ফিরিয়ে জোড়া আঘাত বরুণের।

টপ অর্ডারের করুণ অবস্থার মধ্যে একা হাতে লড়ে গেছেন জস বাটলার। ইংলিশ অধিনায়ক খেলেন ৪৪ বলে ৬৮ রানের ইনিংস। ৮ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংসটার কারণেই কিছুটা লড়াই করার মতো রান পেয়েছে ইংল্যান্ড।

ভারতের সবচেয়ে সফল বোলার বরুণ। ম্যাচসেরার পুরস্কার জেতা এই স্পিনার ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। আর্শদীপ ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অভিষেকের ঝড়ে দারুণ শুরু পায় ভারত। তবে ২০ বলে ২৬ রান করে সঞ্জু স্যামসন ফিরলে প্রথম উইকেট হারায় ভারত। এর পরপরই রানের খাতা খোলার আগে অধিনায়ক সূর্যকুমার ফিরে গেলে কিছুটা শঙ্কার মেঘ জন্মে স্বাগতিকদের ডাগআউটে। তবে অভিষেকের খুনে ব্যাটিংয়ে সব শঙ্কা উধাও। এই ওপেনার মাত্র ৩৪ বলে করেন ৭৯ রান। ৫ চার ও ৮ ছক্কায় সাজানো তার ইনিংস।

অভিষেক যখন আউট হলেন, ভারতের জয় তখন হাতছোঁয়া দূরত্বে। সেটির আনুষ্ঠানিকতা সারেন তিলক ভার্মা (১৯*) ও হার্দিক পান্ডিয়া (৩*)।

ইংল্যান্ডের জোফরা আর্চার ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। আদিল রশিদ পেয়েছেন ভারতের হারানো অন্য উইকেটটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত