Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সেঞ্চুরি খরা কাটিয়ে কুশল-ফার্নান্দোর কীর্তি

সেঞ্চুরি করেছেন কুশল মেন্ডিস ও অভিষকা ফার্নান্দো। ছবি : ক্রিকইনফো
সেঞ্চুরি করেছেন কুশল মেন্ডিস ও অভিষকা ফার্নান্দো। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

২০২১ সালের সেপ্টেম্বরের পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পাননি অভিষকা ফার্নান্দো। আর দেশের মাটিতে কুশল মেন্ডিস ওয়ানডেতে সেঞ্চুরি পাননি ২০২০ সালের পর। দুজনের আক্ষেপই দূর হলো ডাম্বুলায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করলেন দুজন। সে সঙ্গে বদলে দিয়েছেন রেকর্ডের পাতাও।

তাদের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা পেয়েছে ৪৯.২ ওভারে ৫ উইকেটে ৩২৪ রানের পুঁজি। এরপর বৃষ্টিতে বন্ধ ছিল খেলা। বৃষ্টি থামলে ডিএলএসে নিউজিল্যান্ড পায় ২৭ ওভারে ২২১ রানের লক্ষ্য। ৯ উইকেটে ১৭৫ করে ডিএলএসে ৪৫ রানে হারে তারা। ৩ উইকেট নিয়েছিলেন দিলশান মাদুশাঙ্কা।

অভিষকা ফার্নান্দো ১০০ আর কুশল মেন্ডিস ফেরেন ১৪৩ রান করে। এছাড়া অধিনায়ক চারিথ আসালঙ্কা ২৮ বলে ৪০ ও পাথুম নিশাঙ্কা করেন ১০ বলে ১২ রান। জ্যাকব ডাফি ৮.২ ওভারে ৪১ রানে নেন ৩ উইকেট।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ ২০১ রানের জুটি ২০০৬ সালে নেপিয়ারে গড়েছিলেন সনৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা। বুধবার দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও অভিষকা ফার্নান্দো গড়েন ২০৬ রানের জুটি।

দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও অভিষকা ফার্নান্দো গড়েন ২০৬ রানের জুটি। ছবি : ক্রিকইনফো

ওয়ানডেতে ১২ ইনিংসে কুশল মেন্ডিস ও অভিষকা ফার্নান্দো ৬৮.৭৫ গড়ে করেছেন ৮২৫ রান। অন্তত ৮০০’র বেশি রান করা লঙ্কান যে কোনো জুটির চেয়ে তাদের গড়টা বেশি।

১১৫ বলে ৯ বাউন্ডারি ২ ছক্কায় ১০০ রান করা অভিষকাকে ফেরান ইস সোধি। কুশল মেন্ডিস ছিলেন বেশি আগ্রাসী। ১২৮ বলে ১৭ বাউন্ডারি ২ ছক্কায় ১৪৩ করে জ্যাকব ডাফির বলে হ্যানরি নিকোলসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মেন্ডিস ও অভিষকা দুজনেরই এটা চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত