রাওয়ালপিন্ডির উইকেট এমনিতেই ব্যাটিং বান্ধব। সেখানে কিছুটা সুবিধা পান ফাস্ট বোলাররা। তাই বাংলাদেশের বিপক্ষে ২১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দলে বিশেষজ্ঞ এক স্পিনারই রেখেছে পাকিস্তান। তিনি ২৫ বছর বয়সী লেগ স্পিনার আবরার আহমেদ।
৬ টেস্টে ৩৮ উইকেট পাওয়া সেই আবরারের বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ চার পেসার খেলাবে বলে অলরাউন্ডার সালমান আলী আগাকে একাদশে রাখতে পারে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ আর মির হামজার সঙ্গে চতুর্থ পেসার হিসেবে খেলতে পারেন খুররম শেহজাদ বা মোহাম্মদ আলীর একজন।
তাই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আবরারের একাদশে থাকার সুযোগ কম। স্পিনার হিসেবে ১২ টেস্টে ১২ উইকেট নেওয়া সালমানকে কাজে লাগাতে পারে তারা। যদিও তিনি মূলত ব্যাটার। ২ সেঞ্চুরি ৬ ফিফটিসহ তার টেস্ট রান ৮০৯।
এ নিয়ে পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি জানালেন, ‘‘যা খুশি দেখতে পারেন, আমি বলব দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে আমাদের। সালমান আলী আগা স্পিনার হিসেবে খেলার জন্য যথেষ্ট ভালো। অফ স্পিনে অনেক সম্ভাবনা আছে ওর। আর তরুণ আবরার ক্যারিয়ারের শুরুর দিকে আছে।’’
বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় থাকার কথাও জানালেন গিলেস্পি, ‘‘সব দিকই ভালো আমাদের। পেসারদের বিকল্প অনেক, স্পিনেও তাই। ব্যাটিংও বৈচিত্র্যময়। পাকিস্তান টেস্ট দলের জন্য রোমাঞ্চকর সময় এটা।’’