বাংলাদেশের বিপক্ষে একজন স্পিনারই রেখেছিল পাকিস্তান। সেই লেগ স্পিনার আবরার আহমেদকে রাওয়ালপিন্ডি টেস্টের আগেই নির্বাচকরা পাঠিয়েছেন ‘এ’ দলে। একইভাবে বাদ পড়েছেন অলরাউন্ডার কামরান গুলামও।
এমন সিদ্ধান্ত মানতে পারছেন না পাকিস্তানের সাবেক পেসার তানভির আহমেদ। তিনি সরাসরি তোপ দাগালেন ওয়াকার ইউনিসকে। কিছুদিন আগে পিসিবি প্রধানের উপদেষ্টা হয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও কোচ।
ওয়াকারকে একহাত নিয়ে তানভির ‘এক্স’-এ লিখেছেন, ‘‘আপনারা সবাই দেখেছেন? বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল থেকে ওয়াকার ইউনিস ও নির্বাচকরা বাদ দিয়েছে আবরার আর কামরানকে। বাকিটা হলো ওয়াকার ধ্বংস করছে পাকিস্তানের ক্রিকেটকে।’’
রাওয়ালপিন্ডিতে এমনিতে সাহায্য পান পেসাররা। ব্যাটিং বান্ধব এই উইকেটে স্পিনারদের করার থাকে না তেমন কিছু। তারপরও মানসম্পন্ন একজন লেগ স্পিনার যে কোন পরিস্থিতিতে বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। ৬ টেস্টে ৩৮ উইকেট নেওয়া লেগ স্পিনার আবরার আহমেদের জায়গায় পার্ট টাইম স্পিনার সালমান আগাকে তাই মানতে পরছেন না তানভির আহমেদ।
তিনি লিখেছেন, ‘‘আবরার ও কামরান গুলামকে দল থেকে বাদ দেওয়ায় এই তৃতীয় শ্রেণির নির্বাচক কমিটির লজ্জা হওয়া উচিত। কোথায় এই ওয়াকার ইউনিস যিনি নিজেকে বড় কিংবদন্তি হিসেবে তুলে ধরেন? কীভাবে এই দুজনকে বাদ দেওয়া হয়েছে।’’
এদিকে টেস্ট শুরুর আগে আজ বাদ দেওয়া হয়েছে ডানহাতি পেসার আমের জামালকেও। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠে চোট পান ২৮ বছর বয়সী এই পেসার।
জামালকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছে পিসিবি। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না তার।