Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

আবু ধাবিতে গোলাপি-সাদা মন্দির উদ্বোধন  

আবু ধাবিতে নির্মিত বিএপিএস হিন্দু মন্দির বুধবার উদ্বোধন করা হয়।
আবু ধাবিতে নির্মিত বিএপিএস হিন্দু মন্দির বুধবার উদ্বোধন করা হয়।
[publishpress_authors_box]

মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনার জন্য মন্দিরের অভাব নেই। তবে এসব মন্দিরের সঙ্গে ভারতীয় মন্দিরগুলোর তুলনা চলে না। ভারতীয় নকশাকারদের হাতের ছাপ সেখানে অনুপস্থিত। তবে এবার সেই অভাব পূরণ হতে যাচ্ছে। 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে সম্প্রতি নির্মাণ করা হয়েছে এমন এক মন্দির, যা তৈরিতে ঐতিহ্যবাহী ভারতীয় কৌশল ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, এমন নকশাদার মন্দির দেশটিতে আগে দেখা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ হিন্দু মন্দির (সংক্ষেপে বিএপিএস হিন্দু মন্দির) নামের এই মন্দির নির্মাণ করতে ব্যবহৃত হয়েছে গোলাপি বেলেপাথর এবং সাদা মার্বেল। বেলেপাথর আনা হয়েছে ভারতের রাজস্থান প্রদেশ থেকে আর মার্বেল ইতালির।

বিএপিএস হিন্দু মন্দিরের বহিরাবরণের নকশাগুলো খোদাইয়ের কাজ হয়েছে ভারতে। পরে দুবাইয়ে সেগুলো জোড়া লাগানো হয়।

২০১৯ সালের ডিসেম্বরে ২৭ একর জমির ওপর বিএপিএস হিন্দু মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। মন্দিরটি নির্মাণের দায়িত্বে ছিল বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। আমিরাত সরকার সংস্থাটিকে জমি দান করেছিল।

বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার সদর দপ্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে। 

আবু ধাবির বিশাল এই মন্দির বুধবার উদ্বোধন হয়েছে মোদির হাত ধরেই। বৈশ্বিক নেতাদের ফোরাম ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে মঙ্গলবার আবু ধাবি যান তিনি। প্রথম দিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন মোদি।

সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র ভারত। দেশ দুটির দ্বিপক্ষীয় বাণিজ্য ৮ হাজার ৫০০ কোটি ডলারের। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরে পক্ষ থেকে বলা হয়, ভারত ও সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সাক্ষর করেছে। পাশাপাশি সেদিন অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষর হয়।    

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে এপ্রিলে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদির নেতৃত্বাধীন সরকারের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা শক্তিশালী করতে পারে আবু ধাবির এই মন্দির।    

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মধ্যে ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ। হাজার হাজার ভারতীয় হিন্দু আবু ধাবিতে বাস করেন।             

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত